লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola Edge 60 Pro Price: কয়েকঘন্টা পরেই লঞ্চ হচ্ছে Motorola Razr 60 Ultra ও Edge 60 Pro, তার আগেই দাম ও ফিচার ফাঁস

Published on:

Motorola আজ ২৪ এপ্রিল একটি বিশেষ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে নতুন ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr 60 এবং Razr 60 Ultra লঞ্চ করা হবে। একইসাথে, এই ইভেন্টে নতুন Edge মডেলেরও ঘোষণা করা হতে পারে। তবে তার আগে ইউরোপীয় রিটেল সাইট, মিডিয়ামার্কটে Motorola Razr 60 Ultra ও Edge 60 Pro ডিভাইস দুটিকে দাম এবং স্পেসিফিকেশন সহ তালিকাভুক্ত করা হয়েছে।

Motorola Razr 60 Ultra এর দাম ও ফিচার

মোটোরোলা রেজর ৬০ আল্ট্রা ইউরোপে ১,২৯৯.৯৯ ইউরো (প্রায় ১,২৬,০০০ টাকা) মূল্যে পাওয়া যাবে বলে জানা গেছে। ডিভাইসটি দুটি কালারে আসবে – স্ক্র্যাব এবং মাউন্টেন ট্রেইল। এর সামনে দেখা যাবে ৭ ইঞ্চি LTPO AMOLED ফোল্ডিং ডিসপ্লে, যার রেজোলিউশন ১২২৪x২৯৯২ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ।

READ MORE:  Oppo Find X8s Plus Camera: 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ আসছে Oppo Find X8s Plus | Oppo Find X8s Plus Spotted Tenaa

পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৮ ওয়াট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে এবং এর পরিমাপ খোলা অবস্থায় হবে ১৭১.৫ x ৭৪ x ৭.১৯ মিমি, ওজন ১৯৯ গ্রাম।

READ MORE:  জলের দরে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোন, ১৪ হাজার টাকা ছাড়

Motorola Edge 60 Pro এর দাম ও স্পেসিফিকেশন

মোটোরোলার এজ ৬০ প্রো এর দাম থাকবে ৫৯৯.৯৯ ইউরো (প্রায় ৫৮,১০০ টাকা)। এটি ডেজলিং ব্লু এবং শ্যাডো কালার অপশনে পাওয়া যাবে। এই স্ক্রিন সাইজ থাকবে ৬.৬৭ ইঞ্চি pOLED, যা ১২২০x২৭১২ পিক্সেল রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। এটি ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

READ MORE:  Vivo X Fold 4 Camera: 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা সহ 6000mAh ব্যাটারি, এরপরও পাতলা হবে Vivo X Fold 4 | Vivo X Fold 4 Launch Timeline

ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা থাকতে পারে। আর সামনে দেখা যাবে ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৯০ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.