লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola Edge 60 Pro: দাম ফাঁস হওয়ার এবার ডিজাইন প্রকাশ্যে, ঝড় তুলতে আসছে মটোরোলা এজ ৬০ প্রো | Motorola Edge 60 Pro Launch Date

Published on:

Motorola Edge 60 সিরিজের আত্মপ্রকাশের সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। এই লাইনআপের প্রথম মডেল হিসাবে ভারতে আসছে Edge 60 Fusion। ভারতে এপ্রিলের প্রথমেই লঞ্চ হবে বলে জানিয়েছে মটোরোলা। ফোনটির স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম সম্পর্কিত তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর এখন সিরিজের আরও একটি মডেল, Edge 60 Pro এর ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে।

Motorola Edge 60 Pro-এর ডিজাইন ফাঁস হল

ডাচ প্রকাশনা নিউওয়েমোবিয়েল মটোরোলা এজ ৬০ প্রো এর ডিজাইন অনলাইনে ফাঁস করেছে। রেন্ডার অনুসারে, ফোনটির সামনের দিকে একটি কার্ভড ডিসপ্লে থাকবে যার বেজেল পাতলা এবং সেলফি ক্যামেরার জন্য সেন্টারে একটি হোল পাঞ্চ কাটআউট থাকবে। ভলিউম কী এবং পাওয়ার বাটন ডান প্রান্তে রয়েছে। বাম দিকে আরেকটি ফিজিক্যাল বোতাম দেখা যাচ্ছে, যার কার্যকারিতা এই মুহূর্তে স্পষ্ট নয়।

READ MORE:  Redmi A5 Price: Redmi A5 ভারতের আগেই বাংলাদেশে খুব সস্তায় লঞ্চ হচ্ছে, জেনে নিন দাম ও ফিচার্স | Redmi A5 Launch in Bangladesh

মটোরোলা এজ ৬০ প্রো এর পিছনে বর্গাকার মডিউল রয়েছে, যেখানে ট্রিপল ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ বর্তমান। অন্যান্য এজ সিরিজের ফোনের মতোই পিছনের প্যানেলে লেদার ফিনিশ দেখা যাচ্ছে। সবুজ রঙ ছাড়াও, বেগুনি এবং নীল রঙেও পাওয়া যাবে এটি। টাইপ-সি পোর্ট, স্পিকার ভেন্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম ট্রে স্লট নীচের দিকে থাকছে। আর উপরে ডলবি অ্যাটমস স্পিকার ও একটি সেকেন্ডারি মাইক্রোফোন আছে।

READ MORE:  Nothing Phone 3a Price: প্রথম সেলে অবিশ্বাস্য দামে Nothing Phone 3a, ২০ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা | 50 Megapixel Smartphone Under 20000

অন্যান্য স্পেসিফিকেশন

Motorola Edge 60 Pro গিকবেঞ্চ AI-তে প্রকাশিত হয়েছে। সেখান থেকে Android 15 অপারেটিং সিস্টেম, নূন্যতম ১২ জিবি র‍্যাম, এবং MediaTek Dimensity 8350 প্রসেসর থাকার কথা জানা গিয়েছে। এতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি ভারতেও লঞ্চ হতে পারে, কারণ ফোনটি ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স বা বিআইএস (BIS) সার্টিফিকেশন পেয়েছে। উল্লেখ্য, ইউরোপে এটির দাম ৬৫০ ইউরো থেকে শুরু হবে বলে শোনা যাচ্ছে।

READ MORE:  ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৬০০০mAh ব্যাটারি, ১৫ হাজার টাকার কমে Realme, Samsung ফোন | Which Smartphone Under 15000 with 64MP Camera

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.