Motorola Edge 60 Specifications: 50 MP Sony ক্যামেরা ও 512 জিবি স্টোরেজ সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Motorola Edge 60 | Motorola Edge 60 Render Image
মোটোরোলা শীঘ্রই মোটো এজ সিরিজের নতুন ফোন Motorola Edge 60 বাজারে আনতে চলেছে। লঞ্চের তারিখ যদিও সামনে আসেনি, তবে এর ডিজাইন এবং প্রধান স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। মোটোরোলার এই ফোনে ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এর সাথে ৫০-মেগাপিক্সেল Sony LYT700C প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার এবং ডেডিকেটেড ৩-ইন-২ লাইট সেন্সর থাকবে।
YTECHB-এর প্রতিবেদনে শেয়ার করা রেন্ডার অনুযায়ী, মোটোরোলা এজ ৬০ ডিভাইসটি ব্লু এবং গ্রিন কালার অপশনে আসবে। প্রতিবেদনে বলা হয়েছে যে ফোনটি 3D সিলিকন ভেগান লেদার ফিনিশের সাথে আসবে। এই ডিভাইসের পেছনের প্যানেলের উপরের বাম কোণে অবস্থিত স্কোয়ার মডিউলের ভিতরে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এলইডি থাকবে।
https://twitter.com/ZionsAnvin/status/1907955024178934153?ref_src=twsrc%5Etfw” rel=”nofollow noopener” target=”_blank
রেন্ডার থেকে আরও জানা গেছে যে, মোটোরােলা এজ ৬০ পাতলা, ইউনিফর্ম বেজেলস সহ কোয়াড-কর্ভড ডিসপ্লে এবং পাঞ্চ হোল ডিজাইন সহ আসবে। পাওয়ার বাটন এবং ভলিউম রকারকে হ্যান্ডসেটের ডান দিকে দেখা গেছে। নীচে সিম স্লট, মাইক্রোফোন, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্পিকার গ্রিল পাওয়া যাবে, যখন উপরে মাইক স্লট এবং ডলবি অ্যাটমোস ব্র্যান্ডিং থাকবে।
রিপোর্টে বলা হয়েছে যে মোটোরালা এজ ৬০ ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। স্মার্টফোনটি ৮ জিবি এবং ১২ জিবি LPDDRX4 র্যাম সহ পাওয়া যাবে। ডিভাইসটি ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৬০ মডেলে ফিউশন ভার্সনের মতোই রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যেতে পারে। এতে থাকতে পারে ৫৯-মেগাপিক্সেলের Sony LYT700C প্রাইমারি সেন্সর, ১৩-মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড শুটার এবং ডেডিকেটেড ৩-ইন-১ লাইট সেন্সর।
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60 স্মার্টফোনে ৬৫ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ফোনটি IP68 এবং IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসতে পারে।
Xiaomi এর সাব-ব্র্যান্ড Poco সম্প্রতি F7 Pro এবং F7 Ultra বিশ্বব্যাপী লঞ্চ করতে চলেছে। এই…
Yamaha ভারতে FZ-S FI বাইকের 2025 মডেল নিয়ে হাজির হল। নতুন মডেলের দাম কিছুটা বেশি…
লেনোভো মালিকানাধীন Motorola বাজারে দুর্দান্ত স্মার্টফোন ও ফোল্ডেবল ফোন আনার জন্য জনপ্রিয়। তবে ব্র্যান্ডটি এবার…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আজ দিনটি কেমন…
মিডরেঞ্জ সেগমেন্টে দুর্দান্ত স্মার্টফোন কেনার ভালো সুযোগ দিচ্ছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart। এখানে মিড রেঞ্জের…
এন্টারটেইনমেন্টের জন্য সেরা প্ল্যানের খোঁজ করলে, জিওর পোর্টফোলিওতে আপনার জন্য একাধিক বিকল্প আছে। জিও তাদের…
This website uses cookies.