মোটোরোলা ভারতে তাদের নতুন স্টাইলাস-সাপোর্টেড স্মার্টফোন Motorola Edge 60 Stylus লঞ্চ করল। কোম্পানির দাবি, এটি ভারতের প্রথম স্টাইলাস সাপোর্টসহ স্মার্টফোন, যার মাধ্যমে সরাসরি স্কেচ এঁকে তা ইমেজে রূপান্তর করা যাবে। এতে এআই-ভিত্তিক স্কেচ টু ইমেজ ফিচার পাওয়া যাবে। এছাড়া এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল Sony LYT-700C রিয়ার ক্যামেরা।
Motorola Edge 60 Stylus এর ভারতে দাম
মোটোরোলা এজ ৬০ স্টাইলাস ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা, তবে ব্যাঙ্ক অফারে এটি কেনা যাবে ২১,৯৯৯ টাকা। ফোনটির প্রথম সেল শুরু হবে ২৩ এপ্রিল দুপুর ১২টা থেকে। অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্ম থেকে ডিভাইসটি পাওয়া যাবে। মোটোরোলা এজ ৬০ স্টাইলাস প্যানটোন জিব্রাল্টার সি ও প্যানটোন সার্ফ দা ওয়েব কালার অপশনে এসেছে।
Motorola Edge 60 Stylus এর স্পেসিফিকেশন ও ফিচার
মোটোরোলা এজ ৬০ স্টাইলাস ফোনে আছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। এই ডিসপ্লে অ্যাকুয়া টাচ ফিচার সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Motorola Edge 60 Stylus ফোনে ৫০ মেগাপিক্সেল Sony LYT-700C প্রাইমারি ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সাউন্ডের জন্য ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার রয়েছে। IP68 রেটিং সহ আসা ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত। এটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফায়েড।