লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola Edge 60 Stylus Launched: ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা সহ লঞ্চ হল Motorola Edge 60 Stylus, রয়েছে স্টাইলাস সাপোর্ট ও বড় ব্যাটারি | Motorola Edge 60 Stylus Price in India

Published on:

মোটোরোলা ভারতে তাদের নতুন স্টাইলাস-সাপোর্টেড স্মার্টফোন Motorola Edge 60 Stylus লঞ্চ করল। কোম্পানির দাবি, এটি ভারতের প্রথম স্টাইলাস সাপোর্টসহ স্মার্টফোন, যার মাধ্যমে সরাসরি স্কেচ এঁকে তা ইমেজে রূপান্তর করা যাবে। এতে এআই-ভিত্তিক স্কেচ টু ইমেজ ফিচার পাওয়া যাবে। এছাড়া এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল Sony LYT-700C রিয়ার ক্যামেরা।

Motorola Edge 60 Stylus এর ভারতে দাম

মোটোরোলা এজ ৬০ স্টাইলাস ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা, তবে ব্যাঙ্ক অফারে এটি কেনা যাবে ২১,৯৯৯ টাকা। ফোনটির প্রথম সেল শুরু হবে ২৩ এপ্রিল দুপুর ১২টা থেকে। অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্ম থেকে ডিভাইসটি পাওয়া যাবে। মোটোরোলা এজ ৬০ স্টাইলাস প্যানটোন জিব্রাল্টার সি ও প্যানটোন সার্ফ দা ওয়েব কালার অপশনে এসেছে।

READ MORE:  Realme Narzo 80 Pro Features: কম দামে ৬০০০ এমএএইচ ব্যাটারি, Realme Narzo 80 Pro ও Narzo 80x 5G কবে বাজারে আসছে | Realme Narzo 80x 5G Launch Date in India

Motorola Edge 60 Stylus এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা এজ ৬০ স্টাইলাস ফোনে আছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। এই ডিসপ্লে অ্যাকুয়া টাচ ফিচার সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

READ MORE:  Realme 14 5G: কম দামে ক্রেতাদের খুশি করবে Realme 14 5G, লঞ্চের আগেই প্রচুর তথ্য ফাঁস হয়ে গেল | Realme 14 5G Launch Date

ফটোগ্রাফির জন্য Motorola Edge 60 Stylus ফোনে ৫০ মেগাপিক্সেল Sony LYT-700C প্রাইমারি ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সাউন্ডের জন্য ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার রয়েছে। IP68 রেটিং সহ আসা ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত। এটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফায়েড।

READ MORE:  Vivo Y29s 5G Launched: ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সহ Vivo Y29s 5G লঞ্চ হল, ২৫৬ জিবি স্টোরেজ সহ আর কি কি আছে | Vivo Y29s 5G Price
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.