নতুন স্মার্ট টিভি কিনবেন? তাহলে আপনার জন্য দারুণ খবর নিয়ে এল মোটোরোলা। আসলে সংস্থাটি সম্প্রতি ভারতে তাদের নতুন Motorola EnvisionX OLED Smart Google TV সিরিজ লঞ্চ করেছে। এই নতুন টিভি সিরিজের বিক্রি শুরু হবে ১ মে থেকে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে মোট তিনটি স্ক্রিন সাইজে এই নতুন টিভিগুলি কেনা যাবে।
Motorola EnvisionX OLED Smart Google TV এর দাম ও অফার
মোটোরোলা এনভিশনএক্স ওএলইডি টিভিগুলি ৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজে এসেছে। এরমধ্যে ৪৩ ইঞ্চি মডেলের দাম ২০,৯৯৯ টাকা। ৫৫ ইঞ্চি মডেলের মূল্য ধার্য করা হয়েছে ৩০,৫৯৯ টাকা, আর ৬৫ ইঞ্চি মডেলের দাম ৪১,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা মোটোরোলা এনভিশনএক্স ওএলইডি টিভি সিরিজ ১৯,৯৯৯ টাকা থেকে কিনতে পারবেন।
Motorola EnvisionX OLED Smart Google TV এর ফিচার ও স্পেসিফিকেশন
নাম দেখেই বুঝতে পারছেন এই নতুন টিভি সিরিজের মুখ্য আকর্ষণ OLED ডিসপ্লে। Motorola EnvisionX OLED Smart Google TV সিরিজে রয়েছে ৪কে-কিউএলইডি রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৫০ নিটস পর্যন্ত ব্রাইটনেস। পারফরম্যান্সের জন্য এতে কোয়াড-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে আছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
মোটোরোলার এই টিভিগুলি চলবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক গুগল টিভি ৫.০ প্ল্যাটফর্মে। এগুলিতে পাওয়া যাবে গেম-এক্স মোড, বিল্ট-ইন গ্রাফিক ইউনিট, এবং অ্যান্টি-মোশন ব্লার প্রযুক্তি। সাউন্ডের জন্য এতে রয়েছে ৪৮ ওয়াটের স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট।
সেইসঙ্গে তিনটি টিভিতেই ডলবি ভিশন, বিল্ট-ইন ক্রোমকাস্ট, গুগল ফটোস এবং হে গুগল ভয়েস কমান্ডের সুবিধাও থাকছে। স্টাইলের কথা বললে, এই টিভিগুলি বেজেল-লেস ডিজাইন অফার করে।