Motorola G45 5G Discount: বাজেট ১০ থেকে ১১ হাজার টাকা? ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Motorola G45 5G সেলে অনেক সস্তায় | Amazon Electronics Premier League Sale
১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে নতুন ফোন নিতে চাইলে, অ্যামাজনের ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগে আপনার জন্য এক দুর্দান্ত ডিল আছে। এই দুর্দান্ত ডিলে আপনি Motorola G45 5G লোভনীয় অফারের সাথে কিনতে পারবেন। এর ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম সেলে রাখা হয়েছে ১১,৭২৮ টাকা। এছাড়া ২৬ মার্চ পর্যন্ত চলমান এই সেলে আপনি ফোনটি ১ হাজার টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কিনতে পারবেন।
তবে এখানেই শেষ নয়। Motorola G45 5G ফোনের সাথে কোম্পানি প্রায় ৩৫২ টাকা পর্যন্ত মিলছে। পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করে ১০,৮০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে।
মোটোরোলা জি৪৫ ৫জি ফোনে ১৬০০x৭২০ পিক্সেল রেজোলিউশনের সাথে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য ফোনে গরিলা গ্লাস ৩ দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্সসহ ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক My UX কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: Poco F7 Pro এবং F7 Ultra আগামী ২৭শে মার্চ সিঙ্গাপুরে লঞ্চ হতে…
অঙ্কিতা মন্ডল, কলকাতা: একটা স্মার্টফোনের আগমনের রেশ না কাটতেই আরও একটা ফোনের খবর। রিয়েলমি যেন…
ভারতীয় রেল হলো দেশের পরিবহনের লাইফলাইন, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। ট্রেনে সফর…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই সবার প্রথমে আসে ফিক্সড ডিপোজিট বা FD-এর নাম।…
ধনী হওয়া সহজ নয়, কিন্তু অবাস্তবও কোন কিছু নয়। আচার্য চাণক্যের (Chanakya) এই নীতি সত্যিই…
iQOO Z10 Turbo স্মার্টফোন বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও মিডিয়াটেক প্রসেসরের…
This website uses cookies.