Motorola G45 5G Offer: ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরার 5G স্মার্টফোন, Motorola G45 5G অতি সস্তায় নিজের করুন | Motorola G45 5G Discount Offer
যারা দীর্ঘদিন ধরে বাজেটের মধ্যে শক্তিশালী 5G স্মার্টফোন খুঁজছিলেন, তাদের জন্য সুখবর আনলো জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart। মোটোরোলার নতুন স্মার্টফোন Motorola G45 5G এখন আকর্ষণীয় ছাড় ও ব্যাঙ্ক অফারের সাথে পাওয়া যাচ্ছে, যার ফলে কম খরচে আধুনিক প্রযুক্তির স্বাদ পাওয়া যাবে। এই ফোনে আছে এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ সিরিজের প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।
ফ্লিপকার্টে বর্তমানে মোটোরোলা জি৪৫ ৫জি-এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মাত্র ৯,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। এছাড়াও, যারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন, তারা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর পাশাপাশি ক্রেতারা চাইলে পুরনো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ৮,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এক্সচেঞ্জ মূল্য নির্ভর করবে পুরনো ফোনের মডেল ও তার অবস্থার উপর।
প্রসেসর: এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট, যা মাল্টিটাস্কিং এবং স্মুথ পারফরম্যান্সের জন্য উপযুক্ত।
ডিজাইন: ফোনটির ডিজাইনও বেশ আকর্ষণীয়, কারণ এতে রয়েছে ভিগান লেদার ব্যাক ফিনিশ, যা ডিভাইসটিকে প্রিমিয়াম লুক দেয়।
ডিসপ্লে: এতে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যার ১২০ হার্টজ রিফ্রেশ রেট স্ক্রলিং ও গেমিং অভিজ্ঞতাকে করে তোলে আরও মসৃণ।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘসময় ব্যবহারের জন্য উপযুক্ত এবং এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
5G সাপোর্ট: একাধিক 5G ব্যান্ড সাপোর্ট করে এই ফোনে, যা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের ছুটি পড়তে বাকি আর মাত্র কয়েকটা দিন। তাই এখন থেকেই শুরু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতবাসীর জন্য গর্বের খবর! ইউনেস্কোর(UNESCO) মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে স্বীকৃতি পেয়েছে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: নববর্ষের রাতে পাঞ্জাবের কাছে গো হারা হেরে এখন জয়ে ফেরার রাস্তা খুঁজছে…
সহেলি মিত্র, কলকাতা: দেশের মধ্যে প্রথম আন্ডারওয়াটার মেট্রো (Underground Metro) চালিয়ে রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো।…
কেন্দ্রীয় সরকার সম্প্রতি EPS-95 (Employees’ Pension Scheme 1995) পেনশন স্কিমে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে। এই…
প্রীতি পোদ্দার, কলকাতা: একবছর আগে নেওয়া হাইকোর্টের সিদ্ধান্তকে পুনর্বহাল রেখে গত ৩ এপ্রিল একযোগে এসএসসি…
This website uses cookies.