লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola G86 Render: ডিজাইনে বড় পরিবর্তন, Moto G86 কম দামে প্রিমিয়াম ফিল দিতে লঞ্চ হচ্ছে | Motorola G86 Features

Published on:

মোটোরোলা এবার জি সিরিজের পরবর্তী ফোন Moto G86 লঞ্চ করতে চলেছে। এটি গত বছরের জুনে লঞ্চ হওয়া Moto G85 এর উত্তরসূরি মডেল হবে। যদিও মোটোরোলা এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি, তবে ডাচ সংবাদমাধ্যম Nieuwe Mobiel সম্প্রতি Moto G86-এর রেন্ডার শেয়ার করেছে। এখান থেকে স্মার্টফোনটির ডিজাইন ও ফিচার জানা গেছে।

Moto G86 এর ডিজাইন

রেন্ডারে দেখা গেছে, মোটো জি৮৬ ফোনে সম্পূর্ণ ফ্ল্যাট ডিজাইন দেখা যাবে। যেখানে জি৮৫ মডেলে কার্ভড ফ্রেম ও ডিসপ্লে ছিল। এর চারপাশে হালকা বেজেল দেখা যাবে। আর ডিভাইসটি সামান্য পুরু হবে।

READ MORE:  লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল Vivo V50e-র ডিজাইন, বাজার কাঁপাতে আসছে এপ্রিলেই | Vivo V50e Design Leaked India

আবার মোটো জি৮৬ ডিভাইসের ক্যামেরা ডিজাইনেও পরিবর্তন দেখা যাবে। ক্যামেরা আইল্যান্ডটি এখন আরও চওড়া হবে, যা দেখতে অনেকটা Edge 60 এবং Edge 60 Fusion সিরিজের মতো হবে। এর পিছনে সফট ভেগান লেদার ব্যাক থাকবে, ফলে এটি প্রিমিয়াম ফিল দেবে।

মোটো জি৮৬ হ্যান্ডসেটের ওপরের দিকে সেকেন্ডারি মাইক্রোফোন এবং বাম পাশে সিম ইজেক্টর স্লট থাকবে। আর পাওয়ার বাটনের নিচে একটি নতুন হোল দেখা গেছে, এটি সম্ভবত নতুন কোনো সেন্সর বা অতিরিক্ত মাইক্রোফোনের জন্য করা হয়েছে। আপাতত ডিভাইসটি সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে।

READ MORE:  এপ্রিলেই সেরা ফিচার্স সহ আসছে Motorola Edge 60 Fusion, দাম কত হবে জেনে রাখুন | Motorola Edge 60 Fusion India Launch Date

Moto G85 এর ফিচার

গত বছর লঞ্চ হওয়া Moto G85 ফোনে ছিল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছিল। এতে ছিল অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। এই ডিভাইসে দুটি বড় OS আপডেট ও তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

READ MORE:  iQOO 15 Pro Features: 7000mAh ব্যাটারি সহ সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর, iQOO 15 কবে বাজারে আসবে | Snapdragon 8 Elite 2 Processor

Photo Credit: nieuwemobiel.nl

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.