Motorola Phone: ভারতে এল Motorola Edge 60 Fusion! কম বাজেটে IPhone-কে টেক্কা দেবে এই স্মার্টফোন | New Smartphone In India
সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর। Motorola অবশেষে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Moto Edge 60 Fusion বাজারে লঞ্চ করেছে। ফোনটির অফিসিয়াল লঞ্চের আগে কিছু বিশেষ ফিচার সম্পর্কে কানাঘুষো তথ্য ফাঁস হয়েছিল। যার মধ্যে ডিজাইন, কালারস অপশন এবং ডিসপ্লে সম্পর্কিত কিছু তথ্য মিলেছিল। তবে এখন Motorola তাদের নতুন ফোনটির সম্পূর্ণ তথ্য প্রকাশ করেছে। কী থাকছে এই বিশেষ ফোনটিতে? কতই বা দাম এবং কবে থেকে কেনা যাবে এই ফোনটি? পুরোটা জানতে প্রতিবেদনটি পড়ুন।
প্রথমত Moto Edge 60 Fusion ফোনটিতে রয়েছে আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, যা সবথেকে উজ্জ্বল ডিসপ্লের মধ্যে একটি। রয়েছে 4500 nits পিক ব্রাইটনেস সহ 1.5K অল-কার্ভড ডিসপ্লে। পাশাপাশি থাকছে 120Hz রিফ্রেশ রেট, যা স্ক্রলিং এবং গেমিং এর সময় সেরা অভিজ্ঞতা দেবে। পাশাপাশি রয়েছে IP69 রেটিং, যা জল এবং ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে 5500 mAh এর ব্যাটারি থাকছে এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ফোনটির ক্যামেরার দিকে তাকালে আমরা দেখতে পাব, ফোনটিতে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। যেখানে থাকবে 50MP Sony LYT 700 প্রাইমারি ক্যামেরা ও 13MP সেকেন্ডারি সেন্সর, যা ওয়াইড-অ্যাঙ্গেল ও ম্যাক্রো শটের জন্য কাজ করবে। পাশাপাশি থাকছে 32MP সেলফি ক্যামেরা, যেখানে AI বেসড বিউটি মোডসহ বিভিন্ন ফিচার থাকবে। তবে প্রসেসর নিয়ে কথা বললে ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7400 চিপসেট প্রসেসর, যা দ্রুত এবং স্মুথ পারফরম্যান্স দেবে।
Motorola-র এই ফোনটি 25,000/- টাকার কম মূল্যে বাজারে লঞ্চ হচ্ছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 8GB RAM + 256GB স্টোরেজের ভ্যারিয়েন্টটি কিনতে গেলে পড়বে 22,999/- টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজের ভ্যারিয়েন্টটি কিনতে গেলে পড়বে 24,999/- টাকা। ফোনটির কালার নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটি ব্লু, পিঙ্ক এবং পার্পেল এই তিনটি আকর্ষণীয় রং নিয়ে বাজারে হাজির হচ্ছে।
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, ফোনটির প্রথম সেল শুরু হবে 9ই এপ্রিল, 2025 থেকে। বেলা 12টা থেকে ফোনটি অনলাইনে কিনতে পাওয়া যাবে। ফ্লিপকার্ট এবং Motorola-র অফিসিয়াল ওয়েবসাইটেই সরাসরি মিলবে ফোনটি। পাশাপাশি ব্যাংক অফারে ছাড় পাওয়া যাবে। ফোনটি শুরুতে 20,999/- টাকায় বিক্রি হবে বলেই খবর।
প্রথমত Motorola-র এই ফোনটি প্রিমিয়াম ডিজাইন এবং কালার অপশন নিয়ে বাজারে আসছে। থাকছে দুর্দান্ত ব্রাইটনেস এবং অল-কার্ভড ডিসপ্লে। এছাড়া শক্তিশালী ক্যামেরা, উন্নত ব্যাটারি ব্যাকআপ, ফাস্ট চার্জিং, প্রিমিয়াম ফিচার, সাশ্রয়ী মূল্য ফোনটিকে অন্যান্য ফোনের তুলনায় অনন্য করে তুলেছে। তাই এই ফোনটি হতে পারে বাজেটের মধ্যে একটি সেরা অপশন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু জল্পনার নিষ্পত্তি। ওপার বাংলার তরফে একাধিক অভিযোগ, চিন সফরে গিয়ে ভারত…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভাগ্য কার কখন বদলে যায় তা ভগবানও বলতে পারেনা! কখনো সাধারন কিছু…
itel King Signal ফিচার ফোন ভারতে লঞ্চ হল। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ভালো নেটওয়ার্ক কভারেজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গতবছর নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল এবার সেই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-র মাঝেই নাইট তারকাকে নিয়ে বড় খবর! কলকাতা নাইট রাইডার্সের 3.6 কোটির…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালি দর্শকদের বৃহস্পতিবার এলেই হার্টবিট একটু হলেও বেড়ে যায়, কারণ এই…
This website uses cookies.