Motorola Razr 50 Features: সস্তায় ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ দুর্দান্ত ফোল্ডেবল ফোন আনছে Motorola | Motorola Razr 50 Spotted 3C Certification
মোটোরোলা শীঘ্রই নতুন ফোল্ডেবল ফোন বাজারে আনছে। এই ডিভাইসের নাম রাখা হতে পারে Motorola Razr+ (2025)/Razr 60। গত কয়েকমাস ধরে ডিভাইসটিকে নিয়ে ইন্টারনেটে চর্চা চলছে। আজ আবার একটি নতুন সার্টিফিকেশন সাইটে Motorola Razr 60 মডেলকে দেখা গেছে। আসুন এখান থেকে ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
দ্য আউটলুকের রিপোর্টে বলা হয়েছে, মোটোরোলার পরবর্তী প্রজন্মের ফ্লিপ ফোন রেজর ৬০ সম্প্রতি চীনের থ্রিসি সার্টিফিকেশন সাইটে এক্সটি২৫৫৩-২ মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই মডেলটি রেজর ৬০ সিরিজের বেস মডেল। সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এই ফোনের সাত ৩৩ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার পাওয়া যাবে, যার মডেল নম্বর MC-338L।
উল্লেখ্য, মোটোরোলা রেজর ৫০ ডিভাইসটি ৩০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে লঞ্চ হয়েছিল। অর্থাৎ উত্তরসূরি রেজর ৬০ এর চার্জিং স্পিডে কিছুটা বাড়তে চলেছে। এছাড়া ডিভাইসটি সম্পর্কে আপাতত আর কোনো তথ্য জানা যায়নি। তবে ফোনটির ফিচার সম্পর্কে ধারণা পেতে আমরা মোটোরোলা রেজর ৫০ এর স্পেসিফিকেশন দেখে নিতে পারি। কারণ উভয় মডেলের মধ্যে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যাবে না।
ভারতে মোটোরোলা রেজর ৫০ এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ৫৪,৯৯৯ টাকা। এর সাথে লোভনীয় ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। ক্রেতারা সর্বোচ্চ ৫৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পেতে পারেন। এতে আছে ৩.৬ ইঞ্চি অ্যামোলেড কভার স্ক্রিন এবং ৬.৯ ইঞ্চি প্রাইমারি অ্যামোলেড স্ক্রিন। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স চিপসেট দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য কভার স্ক্রিনে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ দুটি ক্যামেরা লেন্স পাওয়া যাবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি আইপিএক্স 8 রেটিং সহ এসেছে। এতে রয়েছে ৪২০০ এমএএইচ ব্যাটারি।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.