Motorola Razr 60 Camera: ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এন্ট্রি নেবে Motorola Razr 60, ফিচার সামনে আনল TENAA লিস্টিং | Motorola Razr 60 Launch Date
Motorola Razr 60 ডিভাইসে ৬.৯ ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ অসাধারণ ফিচার থাকবে।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: মোটোরোলার নতুন ফ্লিপ ফোন Motorola Razr 60 শীঘ্রই বাজারে এন্ট্রি নিতে পারে। যদিও এর লঞ্চ তারিখ এখনও সামনে আসেনি। তবে সম্প্রতি এই ফ্লিপ ফোনকে TENAA সার্টিফিকেশন এর ডেটাবেসে দেখা গেছে। এই লিস্টিং থেকে ডিভাইসটির সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন সামনে এসেছে। লিস্টিং অনুযায়ী, Motorola Razr 60 ডিভাইসে ৬.৯ ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ অসাধারণ ফিচার থাকবে।
TENAA লিস্টিং থেকে জানা গেছে, মোটোরোলা রেজর ৬০ ফোনে ১০৫৬ x ১০৫৬ পিক্সেল রেজোলিউশনের ৩.৬৩ ইঞ্চি OLED কভার ডিসপ্লে থাকবে। আবার সামনে ১০৮০ x ২৪৬০ পিক্সেল রেজোলিউশনের ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে দেওয়া হবে। চীনে এই ফোনটি চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৮ জিবি র্যাম + ১ টিবি। পারফরম্যান্সের জন্য এতে ২.৭৫ গিগাহার্টজ চিপসেট ব্যবহার করা হবে। এই প্রসেসরের নাম ডাইমেনসিটি ৭৪০০এক্স হতে পারে।
ফটোগ্রাফির জন্য মোটোরোলা রেজর ৬০ স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এই ক্যামেরায় ৩x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
রিপোর্টে বলা হয়েছে যে Motorola Razr 60 ফোনে ৪৫০০ এমএএইচ (টাইপিক্যাল ভ্যালু) ব্যাটারি থাকবে। তবে এখন TENAA-র লিস্টিং থেকে সামনে এসেছে যে এতে ১০৯০ এমএএইচ + ৩৮১৫ এমএএইচ এর ডুয়েল সেল ব্যাটারি দেওয়া হবে, যা প্রায় ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি অফার করবে। এই ব্যাটারি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোন এপ্রিল মাসে বাজারে আসতে পারে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে মুম্বইয়ের হাতে বধ হয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। গতবারের ডিফেনডিং চ্যাম্পিয়নরা…
খুব তাড়াতাড়ি আইফোনের বেশ কয়েকটি মডেল বন্ধ করে দিতে পারে Apple। কারণ চলতি বছরের শেষের…
সম্প্রতি মাসিক নিরাপত্তা প্রতিবেদনের নতুন সংস্করণ প্রকাশ করেছে WhatsApp। যেখানে কোম্পানি জানিয়েছে যে, তারা ভারতে…
ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী…
শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজেদের কর্মকান্ডে আবারও একবার বিশ্বকে তাক লাগাল ইসরো (ISRO)। বলা ভালো, আরও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নিচ্ছেন বিরাট কোহলি? 2027 বিশ্বকাপ খেলেই কি ক্রিকেট থেকে বিদায়? নাকি…
This website uses cookies.