লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola Razr 60 Launched: ক্যামেরার চমক! Motorola Razr 60 ও Motorola Razr 60 Ultra ফোল্ডেবল ফোন সেরা ফিচার সহ লঞ্চ হল

Published on:

Motorola সম্প্রতি দুটি ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে, যাদের নাম Motorola Razr 60 এবং Motorola Razr 60 Ultra। এর মধ্যে আল্ট্রা মডেলটি প্রিমিয়াম রেঞ্জে এসেছে। এতে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর বেস মডেলে পাওয়া যাবে মিডিয়াটেক প্রসেসর। এছাড়া উভয় মডেলে ডুয়েল ডিসপ্লে ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আসুন Motorola Razr 60 এবং Motorola Razr 60 Ultra এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Motorola Razr 60 ও Motorola Razr 60 Ultra এর দাম ও উপলব্ধতা

মোটোরোলা রেজর ৬০ আল্ট্রা এর মূল্য শুরু হয়েছে ১,৩৯৯ ডলার (প্রায় ১,১১,০০০ টাকা) থেকে এবং মোটোরোলা রেজর ৬০-এর মূল্য ৬৯৯ ডলার (প্রায় ৬০,০০০ টাকা)। ৭ মে থেকে উভয় ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোনের আমেরিকায় প্রি-অর্ডার শুরু হচ্ছে, আর বিক্রি শুরু হবে ১৫ মে। খুব শীঘ্রই ফোনদুটি ভারতেও আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

READ MORE:  অনবদ্য ক্যামেরার সঙ্গে দুই নতুন স্মার্টফোন আনছে Oppo, দূরের ছবিও উঠবে ঝকঝকে

Motorola Razr 60 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা রেজর ৬০ আল্ট্রা ডিভাইসের ভিতরের অংশে ৭-ইঞ্চি 1.5K pOLED LTPO ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪০০০ নিটস। এর কভার ডিসপ্লের সাইজ ৪-ইঞ্চি, যেখানে ৩০০০ নিটস ব্রাইটনেস এবং ডলবি ভিশন সাপোর্ট রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কনিং গরিলা গ্লাস সিরামিক।

READ MORE:  Vivo V30e 5G: ৭০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo 5G ফোন, দাম জানলে খুশি হয়ে যাবেন | Vivo V30e 5G Flipkart Offer

এই ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এটি ১৬ পর্যন্ত LPDDR5X র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৪৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ওয়্যারড ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Motorola Razr 60 এর বিশেষত্ব

মোটোরোলা রেজর ৬০ স্মার্টফোনে আছে ৬.৯৬-ইঞ্চি ফুল এইচডি প্লাস pOLED LTPO ইনার ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৩.৬৩-ইঞ্চি কভার ডিসপ্লে পাওয়া যাবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০এক্স প্রসেসরে চলে। ফোনটি ১৬ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম ও ৫১২ জিবি UFS 2.2 স্টোরেজ সহ এসেছে। এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড+ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল। ডিভাইসটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  Nothing Phone (2a) Plus Discount: একধাক্কায় ৬৬০০ টাকা সস্তা হল ৫০+৫০ মেগাপিক্সেল ক্যামেরার এই 5G স্মার্টফোন | Flipkart Month End Mobile Festival Sale

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.