লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola Razr 60 Ultra Design: প্রযুক্তি ও নান্দনিকতার মিশ্রণে কাঠের তৈরি দুর্ধর্ষ স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে Motorola | Motorola Razr 60 Ultra Wooden Version Leak

Published on:

সুমন পাত্র, কলকাতা: প্লাস্টিক বা গ্লাসের নয়, এবার কাঠের তৈরি ব্যাক প্যানেল নিয়ে ফোন লঞ্চ করে চমকে দিতে পারে Motorola। বর্তমানে সংস্থার আসন্ন Razr 60 Ultra ফোল্ডেবল নিয়ে প্রবল চর্চা চলছে। সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, মটোরোলা এই ফোনের একটি কাঠের তৈরি ব্যাক প্যানেলের সংস্করণ প্রকাশ করবে। এই উদ্যোগ তাদের কাঠের ফিনিশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা মনে করিয়ে দেয়। নিঃসন্দেহে, মেটাল বা গ্লাসের কাঠামো থেকে অনেকটাই আলাদা হতে চলছে এটি।

READ MORE:  Motorola Razr Plus 2025 Specification: পারফরম্যান্সের সাথে আপোষ নয়, Motorola Razr Plus 2025 বা Razr 60 Ultra দুর্দান্ত ফিচার সহ বাজারে আসছে | Motorola Razr 60 Ultra Features

Motorola Razr 60 Ultra-র কাঠের ব্যাক ভার্সনের ভিডিও ফাঁস

বিখ্যাত টিপস্টার ইভিলকস Razr 60 Ultra-র একটি ৩৬০ ডিগ্রি ভিডিও ফাঁস হয়েছে। এটি একটি ক্লামশেল ডিজাইনের ফ্লিপ-ফোল্ড স্মার্টফোন, যার খোলা এবং বন্ধ করা দেখানো হয়েছে। পিছনের দিকে কাঠের তৈরি প্যানেলটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে আসল কাঠের টেক্সচার তুলে ধরলেও, এটি প্রকৃতই কাঠ নাকি তার উচ্চমানের অনুকরণ, সেটা এখন বলা সম্ভব হচ্ছে না।

READ MORE:  BGMI সহ বিভিন্ন মোবাইল গেম খেলার জন্য দুর্দান্ত স্মার্টফোন আনছে Realme, এই মাসেই লঞ্চ

উল্লেখ্য, মটোরোলা কাঠের ফিনিশের সাথে অপরিচিত নয়। কোম্পানিটি পূর্বে Moto Maker প্রোগ্রামের মাধ্যমে Moto X স্মার্টফোনের জন্য কাস্টমাইজেবল কাঠের ব্যাক প্যানেল চালু করে হইচই ফেলে দিয়েছিল। এই বৈশিষ্ট্যটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ক্রেতারা ডিভাইসটিতে আনা অনন্য এবং প্রিমিয়াম নান্দনিকতার প্রশংসা করেছিলেন।

আসল কাঠের তৈরি ব্যাক অথবা কাঠের মতো দেখতে স্পেশাল এডিশন লঞ্চ করে বিত্তশালী ক্রেতাদের নিজেদের দিকে টানার লক্ষ্য রাখছে মটোরোলা। এটি প্রিমিয়াম অপশন হিসাবেই বাজারে আসবে। তবে দাম বা লঞ্চ কবে তা এখনও জানা যায়নি। অত্যাধুনিক ফোল্ডেবল প্রযুক্তি এবং ক্লাসিক কাঠের ফিনিশের মিশ্রণের মাধ্যমে, Motorola Razr 60 Ultra- প্রতিযোগিতামূলক বাজারে আলাদা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  দশ হাজার টাকা থেকে শুরু, ২০ হাজার টাকার মধ্যে সেরা ফিচার সহ পাঁচ Samsung স্মার্টফোন | 5 Best Samsung Smartphones Under Rupees 20000

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.