Motorola Razr Plus 2025 Specification: পারফরম্যান্সের সাথে আপোষ নয়, Motorola Razr Plus 2025 বা Razr 60 Ultra দুর্দান্ত ফিচার সহ বাজারে আসছে | Motorola Razr 60 Ultra Features

মোটোরোলা তাদের নতুন ফ্লিপ ফোন Motorola Razr Plus 2025 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এটি কিছু দেশে Razr 60 Ultra নামে লঞ্চ হতে পারে। ডিভাইসটি কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত করেনি সংস্থা। তবে টিপস্টার ইভান ব্লাস এই আসন্ন ফোনের রিও রেড কালার ভ্যারিয়েন্টের ছবি সম্প্রতি শেয়ার করেছেন। এই নতুন কালার ভ্যারিয়েন্টে ভেগান লেদার ফিনিশ থাকে।

READ MORE:  নজর ফেরাতে পারবেন না, Vivo V50 হবে 6000mAh ব্যাটারি ও 3D স্টার প্রযুক্তির সবচেয়ে পাতলা ফোন

পাওয়া যেতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট

মোটোরোলা রেজর ৬০ আল্ট্রা মেটালিক অ্যালয় ফ্রেমের সাথে আসবে। এতে ভলিউম বাটন, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি-সি পোর্ট, সিম স্লট এবং স্পিকার থাকবে। এতে ৪ ইঞ্চির ওএলইডি কভার ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য এতে দুটি ক্যামেরা দেওয়া হবে। আবার এর ইনার ডিসপ্লের সাইজ হতে পারে ৬.৯ ইঞ্চি। এটি হাই রিফ্রেশ রেট সহ ফুল HD+ pOLED ডিসপ্লে হবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হবে।

READ MORE:  iPhone 16e Sales: ভারতেই আস্থা অ্যাপলের, দেশে তৈরি নতুন iPhone 16e বিক্রি হবে বিদেশেও | iPhone 16e Made in India Assembled
Image Credit: AndroidHeadlines

ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে বললে এতে ৪০০০ এমএএইচ ব্যাটারির থাকতে পারে। তবে ডিভাইসটির ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে এখনো কোনো তথ্য সামনে আসেনি। যদিও মনে করা হচ্ছে, কোম্পানি এই ফোনে আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিতে পারে।

রিপোর্ট অনুযায়ী, Motorola Razr Plus 2025 বা Razr 60 Ultra চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ হতে পারে। এই ফোনটি রেজার আল্ট্রা’র উত্তরসূরি হিসাবে বাজারে আসবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত সহ বিভিন্ন দেশে পাওয়া যাবে।

READ MORE:  এবার বাজার কাঁপানো ফোন আনছে iQOO, বাজার ছেড়ে পালাবে প্রতিদ্বন্দ্বী সংস্থারা!

Scroll to Top