লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

MP Salary Pension Hike: এক ধাক্কায় সাংসদদের বেতন বাড়ল ২৪০০০, সঙ্গে পেনশনও! ঘোষণা কেন্দ্রের | Central Government Hikes Pension And Salary For MP’s

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ভারতীয় সাংসদদের জন্য আসলো দারুণ সুখবর। কেন্দ্র সরকার ৭ বছর পর সাংসদদের বেতন, দৈনিক ভাতা এবং পেনশন বৃদ্ধি করেছে (Mp Salary Pension Hike)। হ্যাঁ ঠিকই শুনেছেন। তাও কিনা একধাক্কায় ২৪ হাজার টাকা। সোমবার সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে, যা কার্যকর হবে ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে। অর্থাৎ, সাংসদরা পূর্ববর্তী মাসগুলির বকেয়া বেতন এবং পেনশন এরিয়ার হিসেবে পেয়ে যাবেন। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এই সিদ্ধান্ত ১৯৫৪ সালের ‘সাংসদদের বেতন ভাতা ও পেনশন’ আইনের মাধ্যমে বহাল করা হয়েছে। আয়কর আইন, ১৯৬১-তে উল্লেখিত মূল্য সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নিয়ম প্রয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কত টাকা বেতন বাড়লো এবং নতুন বেতন কত হল।

READ MORE:  PM SVANidhi Scheme: সহজেই আবেদন, ব্যবসার জন্য ৫০ হাজার টাকা দেবে সরকার! মিলবে বিরাট সুবিধাও | PM Svanidhi Scheme Give Loans Up To Rs 50000 For Business

কত টাকা বাড়ল সাংসদদের বেতন?

বর্তমানে আমরা যদি একটু খতিয়ে দেখি, তাহলে সাংসদদের মাসিক বেতন ১,০০,০০০/- টাকা। একধাক্কায় এবার ২৪,০০০/- টাকা বেতন বৃদ্ধি পেয়ে ১,২৪,০০০/- টাকা মাসিক বেতন পৌঁছেছে। একইভাবে বর্তমানে দৈনিক ভাতা ২০০০/- টাকা, যেখানে ৫০০/- টাকা বৃদ্ধি পেয়ে একধাক্কায় ২৫০০/- টাকায় পৌঁছেছে। পাশাপাশি সাংসদরা বর্তমানে ২৫,০০০/- টাকা করে মাসিক পেনশন পান, যা ৬০০০/- টাকা বৃদ্ধি পেয়ে ৩১,০০০/- টাকায় দাঁড়িয়েছে। এর পাশাপাশি আগে অতিরিক্ত পেনশন দেওয়া হত প্রতি বছরে ২০০০/-, যা বর্তমানে ৫০০/- টাকা বেড়ে ২৫০০/- টাকায় পৌঁছেছে।

কেন বাড়ল সাংসদদের বেতন?

২০১৮ সালে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সাংসদদের বেতন এবং ভাতা বাড়ানো হবে। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই ৭ বছর পর এবার বেতন বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার ফলে তাদের এই বেতন বৃদ্ধি খুবই প্রয়োজন ছিল। পাশাপাশি বর্ধিত দৈনিক ভাতার ফলে সাংসদদের অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। 

READ MORE:  Government Employee: পোয়া বারো সরকারি কর্মীদের, বকেয়া মেটাতে ১৪,০০০ কোটি টাকা মঞ্জুর! মিলবে DA, DR | Government Of Punjab Big Announcement

সংসদের জন্য কী কী সুবিধা আসবে?

মানুন বা না মানুন, বেতন বৃদ্ধি মানে কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি। সেই হিসেবে বর্ধিত মাসিক বেতন সাংসদদের কাজের প্রতি আরও আগ্রহ বাড়াবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সাংসদদের পেনশনও তাঁদের আর্থিক সুরক্ষা দেবে। তাই এই বেতন বৃদ্ধির ফলে তাদের জীবনযাত্রার মান আরো উন্নত হবে। এখন দেখার ভবিষ্যতে তারা কতটা উপকৃত হয়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.