MS Dhoni: আকাল পড়ল নাকি! SBI থেকে কোটি কোটি টাকা নিচ্ছেন ধোনি, কারণ কী? | Dhoni Taking 6 Crore From SBI
বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)! কিন্তু কেন? খবর কানে আসতেই, প্রশ্ন উঠছে ভারতীয় দলের হয়ে দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে বহু প্রতিপত্তি অর্জন করা সত্ত্বেও কেন হঠাৎ SBI-এর দারস্ত হতে হলো মাহিকে।
জাতীয় দল থেকে অবসরের পরও বিভিন্ন বেসরকারি সংস্থার হয়ে বিজ্ঞাপনী প্রচার ও একাধিক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রচুর অর্থ রোজগার করছেন ক্যাপ্টেন কুল। তবে তা সত্ত্বেও SBI থেকে কেন টাকা নিচ্ছেন ধোনি? হঠাৎ কী হলো জার্সি নম্বর সেভেনের?
ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি নামটা যথেষ্ট গর্বের। নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে দলকে অসংখ্য সম্মান ও ট্রফি উপহার দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। টিম ইন্ডিয়ার হয়ে 50 ওভার এবং টি-টোয়েন্টি দুই আন্তর্জাতিক ক্ষেত্রেই চ্যাম্পিয়ন ধোনি। কিন্তু এহেন একজন ভারতীয় তারকা নাকি অর্থের জন্য ব্যাঙ্কের শরণাপন্ন হয়েছেন?
সূত্র বলছে, বিষয়টা একেবারেই তেমন নয়। মাহি মূলত বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে বিজ্ঞাপন করার বিনিময়ে প্রচুর অর্থ পান। তাছাড়াও বিভিন্ন সংস্থায় বিনিয়োগকারী হিসেবে পরিচিতি রয়েছে ধোনির। ভারতীয় স্টেট ব্যাঙ্কের হয়েও বেশ কয়েকটি বিজ্ঞাপন করেছেন ক্যাপ্টেন কুল। তবে কি বিজ্ঞাপন বাবদ SBI-এর কাছ থেকে অর্থ দাবি করছেন মাহি? একেবারেই নয়, সূত্রের খবর, 2023 সালের অক্টোবরে ভারতীয় স্টেট ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছিলেন ধোনি।
State Bank of India,
সেই কারণেই বিভিন্ন সময়ে SBI-এর বিভিন্ন ক্যাম্পেন থেকে শুরু করে বিজ্ঞাপনী প্রচারে তাঁকে দেখতে পাওয়া যায়। জানা গিয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেই স্টেট ব্যাঙ্কের কাছে প্রায় 6 কোটি টাকা পেতে চলেছেন মাহি। এই নির্দিষ্ট পদের জন্যই তাঁকে এই বিপুল পরিমাণ অর্থ প্রদান করে ভারতীয় ব্যাঙ্কটি। এবার সেই অর্থই প্রাক্তন ভারতীয় অধিনায়কের হাতে তুলে দেবে SBI।
শেষবারের মতো 2019 সালে রোহিত-বিরাটদের সাথে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে 22 গজের লড়াইয়ে মাঠে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। এরপর 2020 সালের 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মাহি। মাঝে লিগ ক্রিকেট থেকেও খেলোয়াড়ের অবসরের কথা শোনা গিয়েছিল। তবে সেইসব প্রসঙ্গ উড়িয়ে আপাতত IPL-এ খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। আসন্ন মরসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন ক্যাপ্টেন কুল।
অবশ্যই পড়ুন: IPL-এর আগেই কেরিয়ারে ইতি টানলেন KKR তারকা! বিপাকে পড়বে নাইট শিবির?
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.