MS Dhoni: রোহিত, বিরাট নন! এই ৪ ভারতীয় ক্রিকেটারকে সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন ধোনি | Best 4 Indian Players According To Ms Dhoni
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে সেরা সময় কাটিয়ে এসেছেন ভারতীয় মহাতারকা মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। মাহির নেতৃত্বে 2007 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও 2011-র ওয়ানডে বিশ্বকাপে জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছিল ভারত। তবে 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতের জার্সি গায়ে মাহির দেখা না মিললেও চেন্নাই সুপার কিংসের হয়ে ভক্তদের মনবাসনা টিকিয়ে রেখেছেন তিনি।
সম্প্রতি মাহিকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর চোখে ভারতের সেরা ৪ খেলোয়াড় কারা? উত্তরে, ধোনি যে তালিকা দিয়েছেন তাতে নাম নেই বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা রবীন্দ্র জাদেজা কারোরই।
সম্প্রতি ইউটিউবার রাজ শামানির একটি পডকাস্টে বিভিন্ন প্রশ্নের মাঝে ধোনিকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর চোখে ভারতের সেরা ৪ ক্রিকেটার কারা? উত্তরে ক্যাপ্টেন কুল জানিয়েছিলেন, আমাকে সেরা ক্রিকেটার বাছতে বলা হলে, আমি শুধুমাত্র ভারতীয় খেলোয়াড়দেরই বেছে নেব। আর এরপরই মাহি বলেন, ওপেনিংয়ে অবশ্যই বীরেন্দ্র সেহবাগ ও শচীন তেন্ডুলকর। একাদশের তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ধোনি নাম নেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর।
বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক জানান, ক্রিকেট আসলে সময়ের খেলা। চড়াই উতরাই থাকবেই। আসলে দেশের মধ্যে সেরা খেলোয়াড়দের বেছে নেওয়াটা সত্যিই কঠিন। তবে আমি এই ক্রিকেটারদের দেখে বড় হয়েছি , তাদের দুর্ধর্ষ পারফর্ম দেখেছি। এদিন সেহবাগ, শচীন ও গাঙ্গুলীর প্রসঙ্গ শেষ করেই মাহি বলেন, যুবরাজ সিং হলেন সেই খেলোয়াড় যিনি 2007 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে টিকে থেকে ঝড় তুলেছিলেন।
অবশ্যই পড়ুন: এই নিয়মে সুবিধা, ফাইনালও জিতবে মোহনবাগান! কবে, কোথায় খেলা?
এদিন অতীত স্মরণ করে ধোনি বলেন, সেবার যুবরাজ সিং একাই দাঁড়িয়ে থেকে ছয়টা ছক্কা মারছিলেন, দেখে মনে হচ্ছিল হয়তো আর কারোর খেলারই দরকার নেই। মাহির সংযোজন, বিষয়টা এমন নয় যে কাউকে বেছে নিতেই হবে। তার বদলে ওদের খেলা উপভোগ করা যায় না? ওরা সকলেই ভারতের জন্য দুর্দান্ত অবদান রেখেছেন। মাহির কথায়, শচীন থেকে শুরু করে সেহবাগ, সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিংই হলেন সেই 4 সেরা খেলোয়াড় যাঁরা দেখিয়ে দিয়েছেন ভারত টুর্নামেন্ট জিততে পারে।
প্রীতি পোদ্দার, কলকাতা: ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে অসন্তোষের…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 128 বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট (Cricket Olympics)। সেই ঘোষণা বহু আগেই…
নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে সদ্য বাজারে আসা Samsung Galaxy A36 5G এবং Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: বরাবরই স্লো নেটওয়ার্কের তকমা পেয়ে এসেছে BSNL। পাশাপাশি দুর্বল পরিষেবা আর গ্রাহক…
রিয়েলমি সম্প্রতি ভারতে দুটি বাজেট স্মার্টফোন নিয়ে এসেছে। এই দুটি হ্যান্ডসেট হল Realme Narzo 80…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতার নাইট রাইডার্সের হারের মাঝেই ইতিহাস লিখলেন সুনীল নারিন! বাংলা নববর্ষের রাতে…
This website uses cookies.