বিক্রম ব্যানার্জী, কলকাতা: টানা 5 ম্যাচে লজ্জার হার! শেষ পর্যন্ত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) ব্যাটেই জয়ে ফিরল CSK। কিন্তু গত ম্যাচগুলিতে কেন হারতে হয়েছে? উত্তর দিয়েছেন অধিনায়ক মাহি। দলের ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে মাহির গলায় উঠে এসেছে ঘরের মাঠে সুবিধা না পাওয়ার বিতর্কিত সুর। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই কথাই জানিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
মাহির গলায় KKR-র সুর
সম্প্রতি ঘরের মাঠে ব্যর্থতার জের, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে জানিয়েছিলেন, ঘরের মাঠে সুবিধা পাচ্ছে না স্পিনাররা! ইডেনের 22 গজ আরও বোলিং সহায়ক করা হোক। আর এরপরই কিউরেটর সুজন মুখার্জীর বক্তব্যে বাঁধে বিতর্ক।
যদিও পরবর্তীতে দলের সাথে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন তিনি। এবার সেই ঘরের মাঠের পিচ নিয়েই কথা বললেন হলুদ বাহিনীর অধিনায়ক ধোনি। গতকাল লখনউয়ের বিরুদ্ধে জয় নিশ্চিত করে ক্যামেরার মুখোমুখি হয়ে বিগত ব্যর্থতা নিয়ে মুখ খুলেছিলেন মাহি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এদিন দলকে জিতিয়ে একেবারে খুঁড়িয়ে খুঁড়িয়ে পুরস্কার বিতরণ মঞ্চের কাছে পৌঁছেছিলেন ধোনি। সেখানে পৌঁছতেই মাহি বলেন, গত ম্যাচগুলিতে আমরা হয়তো ভাল বল করেছি। তবে প্রথম ছয় ওভার গুলোতে যথেষ্ট ভুগতে হয়েছে। ব্যাট করার ক্ষেত্রেও এবার ভাল শুরু করতে পারিনি আমার।
এরপরই ধোনির সংযোজন, খুব সম্ভবত চেন্নাইয়ের উইকেটের জন্য এমনটা হয়েছে। ঘরের মাঠে উইকেট কিছুটা মন্থর। ঘরের মাঠের বদলে আমরা অ্যাওয়ে ম্যাচে ভাল খেলেছি। আসলে, হোমগ্রাউন্ডে ভাল উইকেট পেলে হয়তো খেলোয়াড়রা ভাল খেলতে পারবে। ব্যাটাররা আত্মবিশ্বাস পাবে।
অশ্বিনকে কেন বাদ দেওয়া হয়?
সোমবারের ম্যাচ শেষে রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতি নিয়ে কথা বলেন মাহি। ভারতীয় স্পিনারের না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ধোনি বলেন, আমরা ওর ওপর বেশি চাপ দিয়ে ফেলেছি। প্রথম ছয় ওভারে আরও বেশি বোলার দরকার ছিল। তবে তা না হওয়ায় ওকেই প্রথম দু ওভার করতে হচ্ছিল। ধোনির বক্তব্যে এ কথা স্পষ্ট যে, অশ্বিনের চাপ কমাতেই তাঁকে গতকালের ম্যাচে রাখেনি চেন্নাইয়ের ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: নববর্ষেই নতুন অধিনায়ক পেয়ে গেল ইস্টবেঙ্গল
উল্লেখ্য, সোমবার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মাহি। আর এদিনই দলের ভুল ত্রুটি নিয়ে একেবারে অকপট হয়েছিলেন তিনি। সবশেষে মাহি জানান, আমরা বোলিং ভাল করছি। তবে ব্যাটিং অর্ডারে নজর দিতে হবে। এদিন ব্যাটিং বিপর্যয় কাটানোর কথা বলার পাশাপাশি ওপেনার শাইক রশিদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।