লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

MS Dhoni: IPL-এ ফের অধিনায়ক হতে পারেন ধোনি | Ms Dhoni May Become Captain Of CSK Again

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। ভারতীয় সমর্থক তো বটেই, সেই সাথে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তাঁর অগণিত ভক্ত। জাতীয় দল থেকে অবসর নেওয়ায় বর্তমানে প্রিয় মাহিকে ব্যাট হাতে দেখার সৌভাগ্য হয় চেন্নাই সুপার কিংসের দারুণ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

তাই বুড়ো হাড় ভেলকি না দেখালেও MS-কে মাঠে নামতে দেখেই যেন নিরস হৃদয়ে প্রাণ আসে বহু ভক্ত-সমর্থকের। এবার সেই ধোনিকে নিয়েই বড় খবর সামনে এসেছে। খোঁজ নিয়ে জানা গেল, চলতি IPL-র বিগত দুই ম্যাচে লজ্জার পরাজয়ের কারণে ধোনিকেই নাকি ফের অধিনায়ক করতে চলেছে CSK! সম্প্রতি চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি সেই ইঙ্গিতই দিয়েছেন।

READ MORE:  KKR Vs RCB Match Dream Team: KKR Vs RCB ম্যাচে কাদের দলে নেবেন? কে হবে অধিনায়ক! দেখুন Dream11 প্রেডিকশন | KKR Vs RCB Match Dream 11 Fantasy Team Prediction

ফের CSK-র অধিনায়ক হচ্ছেন ধোনি?

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে তুষার দেশ পান্ডের দুরন্ত বলে চোট পেয়েছিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড়। সূত্রের খবর, চোট গুরুতর হওয়ায় শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আর সেই সূত্র ধরেই, ফের মহেন্দ্র সিং ধোনির হাতে উঠতে চলেছে চেন্নাইয়ের নেতৃত্ব। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, আজ দিল্লির বিরুদ্ধে CSK-কে নেতৃত্ব দিতে পারেন ধোনি। হ্যাঁ, অতি সম্প্রতি CSK-র ব্যাটিং কোচ মাইকেল হাসি সেই আভাস দিয়ে রেখেছেন।

READ MORE:  Yogi Gave Gift To LSG Captain: LSG-র অধিনায়ক হতেই বাড়ল গুরুত্ব! পন্থকে বিরাট উপহার দিলেন যোগী আদিত্যনাথ | Yogi Gave Gift To Pant

ঋতুরাজের শারীরিক অবস্থা

DC ম্যাচের ঠিক আগের দিন অর্থাৎ শুক্রবার, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চেন্নাইয়ে ব্যাটিং কোচ মাইকেল হাসি জানান, ঋতুরাজ এখনও পুরোপুরি ফিট নন। চোটের কারণে যথেষ্ট ব্যথা অনুভব করছেন গায়কওয়াড়। তাঁর ফিটনেস বুঝে তবেই তাঁকে শনিবারের ম্যাচে রাখার সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে যদি সে না খেলতে পারে, তবে তাঁর বিকল্প হিসেবে অধিনায়ক কে হবেন তা এখনও ঠিক হয়নি। তবে, খুব সম্ভবত একজন তরুণ উইকেটরক্ষককে জায়গা দেওয়া হতে পারে। হাসির মন্তব্যের পর, ক্রিকেট মহলের একটা বড় অংশ মনে করছেন, শনিবার ধোনির কাঁধেই থাকবে চেন্নাইয়ের নেতৃত্ব।

READ MORE:  Champions Trophy 2025: পাকিস্তানকে দায়িত্ব দেওয়ার জের? চ্যাম্পিয়নস ট্রফির আগেই ICC থেকে ইস্তফা জয় শাহর সেনাপতির | Jay Shah Deputy Resign From ICC

অবশ্যই পড়ুন: গুঁড়িয়ে যাবে দম্ভ! চিন, বাংলাদেশকে শিক্ষা দিতে ‘সেভেন সিস্টার’ নিয়ে বৃহৎ পরিকল্পনা ভারতের

প্রসঙ্গত, শেষবারের মতো 2023 সালের IPL ফাইনালে GT-র বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে চেন্নাইকে কাপ জিতিয়েছিলেন মাহি। সেই স্মরণীয় ম্যাচ মিলিয়ে, এখনও পর্যন্ত 5টি IPL মরসুমে চেন্নাইয়ের অধিনায়কত্ব করে দুবার দলকে IPL কাপ জিতিয়েছেন ধোনি। বলে রাখি, ধোনি ছাড়াও সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও ঋতুরাজ চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.