বিক্রম ব্যানার্জী, কলকাতা: KKR-র অন্যতম প্রধান সদস্যকে গাদ্দার বললেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। হ্যাঁ, চেন্নাই বনাম KKR-র শুক্রবারের ম্যাচের আগেই ঘটেছিল এই ঘটনা। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাইয়ের পুরনো সঙ্গী ধোনির মুখ থেকে এমন শব্দ উচ্চারণ যেন কল্পনাতেই আসে না ভক্তদের।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
তবে সেই ধারণা ভুলিয়ে দিলেন মাহি নিজেই! সম্প্রতি, কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের অনুশীলন পর্ব চলাকালীন আচমকা সদ্য KKR-এ যোগ দেওয়া সদস্যকে গাদ্দার বলে ডাকলেন ধোনি। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
কাকে গদ্দার তকমা দিলেন মাহি?
শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের কাছে ধবলধোলাই হয়েছে ধোনির CSK। এমতবস্থায়, বিগত ম্যাচগুলিতে ধারাবাহিক পরাজয়ের পর পয়েন্ট তালিকার প্রায় তলানিতে জায়গা পেয়েছে চেন্নাই সুপার কিংস।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
তবে এমন পরিস্থিতির আগে, চিপকে কলকাতা ও চেন্নাই দুই দলের অনুশীলন পর্ব চলাকালীন পুরনো চেন্নাই সতীর্থ ধোনিদের সাথে দেখা করতে আসেন KKR-র কোচিং স্টাফের নতুন সদস্য তথা প্রাক্তন CSK তারকা ডোয়াইন ব্রাভো।
এদিন তাঁকে দেখতেই আচমকা গদ্দার বলে ডেকে ফেলেন ধোনি। যে দৃশ্য ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের তরফে নেট মাধ্যমে শেয়ার করা হয়েছে।
ধোনির মন্তব্যে ব্রাভোর প্রতিক্রিয়া
সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে যা দেখা যাচ্ছে, নেট প্র্যাকটিস চলাকালীন আচমকা প্রাক্তন CSK সতীর্থ ধোনি, জাদেজাদের সাথে দেখা করতে মাঠে আসেন ক্যারিবিয়ান তারকা ব্রাভো।
তাঁকে দেখতেই আচমকা ধোনি বলে বসেন, ‘গাদ্দার এসেছে।’ তবে মাহির মুখ থেকে এমন মন্তব্যের পরও কোনও বিরূপ প্রতিক্রিয়া দেননি ওয়েস্ট ইন্ডিজ তারকা। বরং, একেবারে হাসিমুখে জাদেজার সাথে কোলাকুলি পর্ব শেষে মাহির সাথে খুনসুঁটিতে মেতেছিলেন KKR সদস্য।
অবশ্যই পড়ুন: কাটল ২১ বছরের খরা! ব্যর্থতার মাঝেই আইলিগ জয় ইস্টবেঙ্গলের
প্রসঙ্গত, দীর্ঘদিন চেন্নাইয়ের হলুদ জার্সি গায়ে ইন্ডিয়ান সুপার লিগে নিজের জাত চিনিয়েছেন ব্রাভো। 2011, 2017 ও 2021 মরসুমে CSK জার্সিতেই IPL জিতেছিলেন এই ক্যারিবিয়ান তারকা। পরবর্তীতে 2023 সালে ধোনিদের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন তিনি।
তবে শেষ পর্যন্ত চলতি বছর চেন্নাই সুপার কিংস থেকে বেরিয়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে নিযুক্ত হন তিনি। আর সেজন্যই নাকি তাঁকে ঠাট্টার ছলে গাদ্দার বলে ডেকেছেন প্রিয় মাহি, এমনটাই মনে করছেন ধোনি ভক্তদের একাংশ।