MS Dhoni On Retirement: IPL-র মাঝেই বিদায়? অবসরের কথা জানালেন ধোনি! | MS Dhoni Hints Of Retirement
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি IPL মরসুমে একনাগারে ব্যর্থতার জের দল চেন্নাই সুপার কিংসের পাশাপাশি ভারতীয় মহাতারকা মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়েও বসেছে গল্পবুড়োর আসর! বয়স 44 ছুঁই ছুঁই! তবুও ব্যাট হাতে আত্মবিশ্বাসী চেহারায় মাঠে নেমে পড়ছেন মাহি। যদিও বিগত ম্যাচ গুলির একটিতেও ক্যাপ্টেন কুলকে পুরনো ছন্দে দেখা যায়নি।
কখনও 7 নম্বরে, কখনও আবার 9 নম্বরে ব্যাটিং করতে এসে একেবারে ডাহা ফেল হচ্ছেন প্রিয় এমএস। আর এই ধারাবাহিক ব্যর্থতার পরই, প্রশ্ন উঠছে, আর কত? ফর্মের পাশাপাশি কি এবার সম্মানটাও হারাবেন? ক্রিকেট বিশ্বের অন্যতম ম্যাচ ফিনিশারের এমন অবস্থা দেখে কার্যত ভেঙে পড়েছেন মাহি প্রিয়রা।
ওয়াকিবহাল মহল বলছে, এমন চলতে থাকলে ধোনির ক্রিকেট সত্তায় দাগ পড়তে বেশি সময় লাগবে না! ফলত, যাঁকে নিয়ে এত উন্মাদনা, সেই মহেন্দ্র সিং ধোনির বিদায় বেলা প্রসঙ্গে একেবারে তর্ক-বিতর্ক জেঁকে বসেছে ক্রিকেট মহলে। কবে অবসর নেবেন মাহি? প্রশ্নটা এখন নিয়মিত।
নান মহলে মাহির অবসর নিয়ে গরম হাওয়া বইছে। প্রতিদিন প্রিয় তারকার এমন ব্যর্থতা দেখতে পারছেন না ভক্তরা। কাজেই বারংবার প্রশ্ন উঠছে, কবে পাকাপাকিভাবে ব্যাট তুলে রাখবেন ধোনি? এ প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং অবশ্য হাত তুলে দিয়েছেন। ফ্লেমিং জানান, তিনি ধোনির কেরিয়ার নিয়ে মন্তব্য করার কেউ নন। অবসরের সিদ্ধান্ত মাহি নিজেই নেবেন।
সম্প্রতি মাহিকে নিয়ে তর্ক-বিতর্কের মাঝে মুখ খুলেছেন জাতীয় দলের প্রাক্তন সঙ্গী মনোজ তিওয়ারি। ধোনি প্রসঙ্গে মনোজের সাফ বক্তব্য, আজ থেকে অন্তত দু’বছর আগেই ধোনির অবসর নেওয়া উচিত ছিল। এমতাবস্থায়, প্রাক্তন সতীর্থর এমন মন্তব্যের পর মাহির অবসর জল্পনা যেন আরও মাথাচাড়া দিয়ে উঠেছে।
সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার রাজ শামানির একটি পডকাস্টে নিজের অবসর প্রসঙ্গে মুখ খুলেছিলেন ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়ককে বলতে শোনা যায়, আমি মূলত এক বছরের হিসেব করে IPL খেলছি। বর্তমানে আমার বয়স 43। IPL শেষ হলেই 44 বছরে পা রাখব। তাই আমার হাতে মেরে কেটে দশ মাস সময় আছে।
অবশ্যই পড়ুন: ভয় ধরাচ্ছে জামশেদপুরের রক্ষণ! সেমির আগে প্রতিপক্ষ নিয়ে সুর নরম বাগান কোচের
এর মধ্যেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আগামী দিনে IPL খেলব, নাকি সরে দাঁড়াব, সেই সিদ্ধান্তটা এই সময়ের মধ্যেই নেওয়া জরুরি। আসলে বিষয়টা এখন আর আমার ওপর নেই। শরীর ঠিক করবে আমি আর কতদিন খেলা চালিয়ে যেতে পারব। নাকি এখানেই যাত্রা শেষ হবে। মাহির এমন বক্তব্যের পর, অনেকেই ধারণা করে নিয়েছেন যে, এবারের মরসুম শেষ হলেই ব্যাট ও গ্লাভস জোড়া তুলে রাখবেন বিশ্বের সর্বকালের সেরা ফিনিশারদের অন্যতম মহেন্দ্র সিং ধোনি।
গত মাসে Vodafone Idea (Vi) মুম্বাইয়ে 5G পরিষেবা চালু করেছে। যারপর সংস্থার তরফে জানানো হয়…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 গজে দাপট দেখালেও গোপনে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গুমড়ে গুমড়ে কেঁদেছেন…
ওয়ানপ্লাস ভারতে নতুন সেলের ঘোষণা করল। এই সেলের নাম OnePlus Red Rush Days সেল। এই…
গরম বাড়ার সাথে সাথে এয়ার কন্ডিশনার (AC) এবং কুলারের দাম বাড়তে শুরু করেছে। তবে বেশ…
সৌভিক মুখার্জী, কলকাতা: ছোট সঞ্চয়ের বড় ভবিষ্যৎ। আর এটিই যদি আপনার মূল লক্ষ্য হয়, তাহলে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলাজুড়ে চলছে ঝড়-বৃষ্টি। এদিকে এক নাগাড়ে ঝড় ও বৃষ্টির জেরে বাংলার পারদ…
This website uses cookies.