Mukhyamantri Samuhik Vivah Yojana: কন্যা সন্তানের বিয়েতে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য, ঘোষণা সরকারের | Government Of Uttar Pradesh Announce 1 Lakh Help For Girls Marriage
সৌভিক মুখার্জী, কলকাতাঃ বিয়ে করলেই পাওয়া যাবে ১ লক্ষ টাকা। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। এবার বিয়ের জন্য আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ টাকা দেবে উত্তরপ্রদেশ সরকার। তবে এই সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই পাওয়া যাবে। লক্ষ্য একটাই, দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মেয়েদের বিয়েতে অর্থনৈতিক চাপ কমানো এবং সমাজে তাদের অবস্থান আরও শক্তিশালী করা।
বেশ কিছু সূত্র মারফত খবর, ‘মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনা’ এর অধীনে কন্যাদের এই অনুদান প্রদান করা হবে। পাশাপাশি সরকারের অন্যান্য সামাজিক প্রকল্পের আওতায় আরও বিভিন্ন রকম সুবিধা প্রদান করা হবে, যা দরিদ্র পরিবারগুলির জন্য আশার আলো সঞ্চার করছে।
বিগত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, অনেক দরিদ্র পরিবার সন্তানের বিয়ের খরচ সামলাতে পারছে না। কার্যত হিমশিম খেতে হচ্ছে। ফলে অনেকক্ষেত্রেই নাবালিকা বিবাহ বা অতিরিক্ত ঋণের বোঝা বাড়ছে। এই সমস্যা দূর করতেই এবার এই আর্থিক সাহায্যের চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার।
রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, কন্যার বিয়ের জন্য আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে, যাতে দরিদ্র পরিবারের মেয়েদের ভবিষ্যত আরও সুনিশ্চিত হয়। পাশাপাশি বিয়ের পরেও মিলবে নানা রকম সরকারি সুবিধা। এখানেই শেষ নয়। মেধাবী ছাত্রীদের স্কুটি প্রদানের মত প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এতে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং উচ্চশিক্ষায় অব্যাহত থাকতে পারবে।
সরকারের নীতিমালার আওতায় নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই মিলবে এই সমস্ত সুবিধা। প্রথমত আবেদনকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। দ্বিতীয়ত, সমাজে আয়ের নিন্মসীমায় যারা রয়েছে তারাই এক্মাত্র এই সুবিধা পাবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে এই মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনা। আমরা প্রত্যেক কন্যাসন্তানকে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করবো।”
জানিয়ে রাখি, এই ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারে এই সিদ্ধান্ত সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছে, কন্যা সন্তানদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হলে পরিবারগুলির উপর থেকে অনেকটাই চাপ কমবে এবং বাল্যবিবাহ ও লিঙ্গ বৈষম্যরোধ দূর হবে। এখন দেখার বাস্তবে এই প্রকল্প কতটা সফলতা অর্জন করে।
প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও (Pahalgam Terror Attack) অঞ্চলে পর্যটকদের ওপরে জঙ্গিদের আক্রমণ সাড়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের 43টি আঞ্চলিক ব্যাঙ্ক এবার মিশে গিয়ে 28টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। হ্যাঁ,…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
This website uses cookies.