লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mumbai Indians New Player: IPL-এর আগে সরু চাল আম্বানিদের! হার্দিকদের দলে এল নতুন প্লেয়ার | MI Sign New Player

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন IPL-এর জন্য দলগুছিয়েও স্বস্তিতে নেই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আর তাই হয়তো শক্তিশালী দল ঘোষণা করার পরও নতুন বিদেশীকে সই করালো MI। সেই সূত্র ধরে, আসন্ন মার্চের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমের রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের দলে ভিড়লেন আফগানিস্তানের নতুন মুখ স্পিনার মুজিবুর উর রহমান।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বিদেশির পরিবর্তে আরেক বিদেশিকে দলে নিল MI

বেশকিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্চ থেকে শুরু হতে যাওয়া IPL ম্যাচগুলিতে দলের স্পিন বিভাগ পোক্ত করতে এক আফগান স্পিনারের পরিবর্তে আরেক ধুরন্ধর স্পিনারের খোঁজ করছিল মুম্বইয়ের ম্যানেজমেন্ট। এবার সেই চেষ্টাতেই ধরা দিয়েছে সাফল্য। গত নভেম্বরের নিলামে আল্লাহ গজনফরকে অকশন টেবিল থেকে কিনে নেয় মুম্বই। তবে চোটের জন্য তাঁর দলে অনুপস্থিতি আরেক স্বদেশীকে মুম্বই শিবিরে খেলার সুযোগ করে দিয়েছে।

READ MORE:  Pakistan Cricket Board: বিদেশি কোচের টাকা মেরেছে পাকিস্তান! অভিযোগ উঠতেই আসল রূপ দেখাল PCB | Pakistan Cricket Board Accused For Withholding Money Of Coach

কয়েকটি রিপোর্ট মারফত খবর, আল্লার বিকল্প হিসেবে স্বদেশী আফগান স্পিনার মুজিব উরকে দলে টেনে স্পিন বিভাগের শিরদাঁড়া সোজা করতে চাইছে ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, গজনফর এখনই চোট কাটিয়ে দলে ফিরতে পারবেন না, এই কথা মাথায় রেখেই তড়িঘড়ি তাঁর দেশের খেলোয়াড়কেই সই করালো আম্বানির দল।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

গজনফরের আরোগ্য কামনা করছে মুম্বই

জিম্বাবুয়ে সফরে গিয়ে শত্রু শিবিরের বিপক্ষে মাঠে নেমেছিলেন গজনফর, এই সময়েই শিরদাঁড়ায় জোরালো চোট পান আফগান স্পিনার। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্ক্যান করাতে। এরপরই চিকিৎসকদের পরামর্শে অন্তত 4 মাসের জন্য মাঠের বাইরে থাকছেন তিনি। কাজেই IPL এ তাঁর খেলা অসম্ভব জানতে পেরেই তড়িঘড়ি আল্লার পরিবর্তে মুজিবকে দলে টেনে নেয় মুম্বই। এই খবর প্রকাশ্যে এনে রবিবার গজনফরের দ্রুত আরোগ্য কামনা করেছে 5 বারের IPL চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স।

অবশ্যই পড়ুন: শ্রেয়সকে হারিয়ে চাপে KKR, জেনে নিন নাইট রাইডার্সের ৩ শক্তি ও দুর্বলতা

চোট রয়েছে মুম্বইয়ে সই করানো নতুন বিদেশির?

বিভিন্ন রিপোর্ট মারফত খবর, আল্লার মতো আফগান স্পিনার মুজিব উর রহমানেরও চোট রয়েছে। আর সেই কারণকে সামনে রেখেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য আফগানিস্তান দলে জায়গা হয়নি তাঁর। তবে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই অর্থাৎ আসন্ন IPL মরসুমের আগেই ফিট হয়ে উঠবেন তিনি। আর এই খবর জেনেই তড়িঘড়ি তাঁকে দলে টেনেছে মুম্বই ইন্ডিয়ান্স।

READ MORE:  India Vs Pakistan: বদলে গেল ভারত-পাকিস্তান ম্যাচের সময়? জানুন আজ দুবাইতে কখন শুরু হবে মহারণ | ICC Champions Trophy

টি-টোয়েন্টিতে দাপটের সাথে বোলিং করেছেন মুজিব

সদ্য মুম্বইয়ে সই করা আফগান স্পিনারের বিগত ম্যাচ পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ক্রিকেটে অত্যন্ত কার্যকর মুজিব। এই ঘরানায় তাঁর ঘূর্ণির জোর সবচেয়ে বেশি কাজ করেছে। এখনও পর্যন্ত 20 ওভারের ক্রিকেটে সব মিলিয়ে মোট 330টি উইকেট রয়েছে মুজিবের দখলে। আর সেই উইকেট সংখ্যাটাকে মাথায় রেখেই তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে MI ম্যানেজমেন্ট। উল্লেখ্য, মাত্র 17 বছর বয়সে ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হওয়া আফগান স্পিনার এর আগে পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের মতো দলের হয়ে খেলেছেন।

READ MORE:  East Bengal: দুর্দশার মাঝে এবার ইস্টবেঙ্গলের ঘর ভাঙছে মোহনবাগান! সবুজ মেরুনে যেতে পারেন বিষ্ণু | MBSG May Sign PV Vishnu
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.