Mumbai Indians New Player: IPL-এর আগে সরু চাল আম্বানিদের! হার্দিকদের দলে এল নতুন প্লেয়ার | MI Sign New Player
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন IPL-এর জন্য দলগুছিয়েও স্বস্তিতে নেই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আর তাই হয়তো শক্তিশালী দল ঘোষণা করার পরও নতুন বিদেশীকে সই করালো MI। সেই সূত্র ধরে, আসন্ন মার্চের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমের রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের দলে ভিড়লেন আফগানিস্তানের নতুন মুখ স্পিনার মুজিবুর উর রহমান।
বেশকিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্চ থেকে শুরু হতে যাওয়া IPL ম্যাচগুলিতে দলের স্পিন বিভাগ পোক্ত করতে এক আফগান স্পিনারের পরিবর্তে আরেক ধুরন্ধর স্পিনারের খোঁজ করছিল মুম্বইয়ের ম্যানেজমেন্ট। এবার সেই চেষ্টাতেই ধরা দিয়েছে সাফল্য। গত নভেম্বরের নিলামে আল্লাহ গজনফরকে অকশন টেবিল থেকে কিনে নেয় মুম্বই। তবে চোটের জন্য তাঁর দলে অনুপস্থিতি আরেক স্বদেশীকে মুম্বই শিবিরে খেলার সুযোগ করে দিয়েছে।
কয়েকটি রিপোর্ট মারফত খবর, আল্লার বিকল্প হিসেবে স্বদেশী আফগান স্পিনার মুজিব উরকে দলে টেনে স্পিন বিভাগের শিরদাঁড়া সোজা করতে চাইছে ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, গজনফর এখনই চোট কাটিয়ে দলে ফিরতে পারবেন না, এই কথা মাথায় রেখেই তড়িঘড়ি তাঁর দেশের খেলোয়াড়কেই সই করালো আম্বানির দল।
জিম্বাবুয়ে সফরে গিয়ে শত্রু শিবিরের বিপক্ষে মাঠে নেমেছিলেন গজনফর, এই সময়েই শিরদাঁড়ায় জোরালো চোট পান আফগান স্পিনার। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্ক্যান করাতে। এরপরই চিকিৎসকদের পরামর্শে অন্তত 4 মাসের জন্য মাঠের বাইরে থাকছেন তিনি। কাজেই IPL এ তাঁর খেলা অসম্ভব জানতে পেরেই তড়িঘড়ি আল্লার পরিবর্তে মুজিবকে দলে টেনে নেয় মুম্বই। এই খবর প্রকাশ্যে এনে রবিবার গজনফরের দ্রুত আরোগ্য কামনা করেছে 5 বারের IPL চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স।
অবশ্যই পড়ুন: শ্রেয়সকে হারিয়ে চাপে KKR, জেনে নিন নাইট রাইডার্সের ৩ শক্তি ও দুর্বলতা
বিভিন্ন রিপোর্ট মারফত খবর, আল্লার মতো আফগান স্পিনার মুজিব উর রহমানেরও চোট রয়েছে। আর সেই কারণকে সামনে রেখেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য আফগানিস্তান দলে জায়গা হয়নি তাঁর। তবে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই অর্থাৎ আসন্ন IPL মরসুমের আগেই ফিট হয়ে উঠবেন তিনি। আর এই খবর জেনেই তড়িঘড়ি তাঁকে দলে টেনেছে মুম্বই ইন্ডিয়ান্স।
সদ্য মুম্বইয়ে সই করা আফগান স্পিনারের বিগত ম্যাচ পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ক্রিকেটে অত্যন্ত কার্যকর মুজিব। এই ঘরানায় তাঁর ঘূর্ণির জোর সবচেয়ে বেশি কাজ করেছে। এখনও পর্যন্ত 20 ওভারের ক্রিকেটে সব মিলিয়ে মোট 330টি উইকেট রয়েছে মুজিবের দখলে। আর সেই উইকেট সংখ্যাটাকে মাথায় রেখেই তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে MI ম্যানেজমেন্ট। উল্লেখ্য, মাত্র 17 বছর বয়সে ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হওয়া আফগান স্পিনার এর আগে পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের মতো দলের হয়ে খেলেছেন।
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
This website uses cookies.