লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mutual Fund: ৫০ লাখে ৩ কোটি! ঘরে বসেই বিরাট আয়, বিনিয়োগের সেরা ঠিকানা এটিই | Systematic Withdrawal Plan

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: কখনো কি ভেবে দেখেছেন, আপনি মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ঘরে বসেই পাচ্ছেন? আর কয়েক বছরের মধ্যেই সেই টাকা জমে ৩ কোটির বিশাল ভান্ডারে পরিণত হয়েছে। হ্যাঁ, এটা কেবল স্বপ্ন নয়। বাস্তবে পূরণ করাও সম্ভব, যদি সঠিক জায়গায় বিনিয়োগ করেন। আর এই অসম্ভবকে সম্ভব করেছে Systematic Withdrawal Plan (SWP) মিউচুয়াল ফান্ড (Mutual Fund)। কিন্তু কীভাবে মিলবে এই এত বড় অঙ্কের রিটার্ন? জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী এই Systematic Withdrawal Plan স্কিম?

আমরা অনেকেই SIP এর বিষয়ে জানি, যেখানে প্রতি মাসে টাকা জমিয়ে ভবিষ্যতে বড় ফান্ড গড়ে তোলা যায়। কিন্তু SWP একেবারে উল্টোভাবে কাজ করে। সূত্র বলছে, SWP হলো একটি বিনিয়োগের পদ্ধতি, যেখানে আপনি একবার নির্দিষ্ট টাকা পরিমাণ টাকা জমা করবেন এবং তারপর সেই বিনিয়োগ থেকেই প্রতি মাসে আয় করতে পারবেন। হ্যাঁ, আর সেই আয়ের অঙ্ক হতে পারে মাসে ২০ হাজার টাকারও বেশি। সব থেকে অবাক করার বিষয়, এই টাকা তোলার পরেও আপনার মোট মূলধন কমবে না। বরং সময়ের সাথে সাথে আরো বাড়বে।

READ MORE:  ভারতে এবার লঞ্চ হল BHIM 3.0 অ্যাপ! PhonePe, Google Pay-কে টেক্কা দেবে?

তাহলে হিসাবটি কেমন?

ধরা যাক, আপনি ৫০ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করলেন। এবার আপনি সিদ্ধান্ত নিলেন, প্রতি মাসে বিনিয়োগের টাকা থেকে ২০ হাজার টাকা তুলবেন। এবার ২৫ বছর ধরে আপনি একইরকম ভাবে ২০ হাজার টাকা তুললে মোট ৬০ লক্ষ টাকা তুলতে পারবেন। কিন্তু এর মধ্যে বাকি যে টাকা পড়ে থাকবে, তার উপর প্রতিবছর গড়ে ১০% সুদ দেওয়া হবে। অর্থাৎ ২৫ বছর পর আপনার মোট মূলধনের পরিমাণ দাঁড়াবে ২.৯৮ কোটি টাকা। মানে আপনি ৬০ লক্ষ টাকা তুলেও প্রায় ৩ কোটি টাকার মালিক হবেন। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কাদের জন্য সেরা এই প্ল্যানটি?

যাদের ইতিমধ্যেই মোটা অঙ্কের অর্থ সঞ্চয় করা আছে, তারা এই স্কিমটিকে বেছে নিতে পারেন। এছাড়া যারা রেগুলার ইনকাম চান, কিন্তু জমানো পুঁজিতে হাত দিতে চান না বা যারা অবসর জীবনে আর্থিক নিরাপত্তা চান, তাদের জন্য সেরা বিকল্প এটি। 

READ MORE:  Business Idea: সব বাড়িতেই হাই ডিমান্ড, পার্ট টাইমে এই ব্যবসা শুরু করলেই মাসে ইনকাম হবে ৫০,০০০ টাকা | Cotton Buds Manufacturing Part Time Business

কিছু সাবধানতা মানা জরুরি..

যদিও SWP অতিরিক্ত সুবিধা দিচ্ছে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডের রিটার্নে কোন গ্যারান্টি নেয়। সঠিক ফান্ড বেঁছে নেওয়া এবং সঠিক প্ল্যানিং সবথেকে জরুরী। ফলে অবশ্যই একজন সার্টিফায়েড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ মেনে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে। তাই সময় থাকতে থাকতেই পরিকল্পনা করুন এবং উপার্জনের রাস্তা বেঁছে নিন।

READ MORE:  Richest States Of India: GDP ও আয়ের নিরিখে ভারতের সবথেকে ১০ ধনী রাজ্যের তালিকা, কত নম্বরে পশ্চিমবঙ্গ? | List Of Top 10 Richest States In India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.