Mutual Fund: ৫০ লাখে ৩ কোটি! ঘরে বসেই বিরাট আয়, বিনিয়োগের সেরা ঠিকানা এটিই | Systematic Withdrawal Plan
সৌভিক মুখার্জী, কলকাতা: কখনো কি ভেবে দেখেছেন, আপনি মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ঘরে বসেই পাচ্ছেন? আর কয়েক বছরের মধ্যেই সেই টাকা জমে ৩ কোটির বিশাল ভান্ডারে পরিণত হয়েছে। হ্যাঁ, এটা কেবল স্বপ্ন নয়। বাস্তবে পূরণ করাও সম্ভব, যদি সঠিক জায়গায় বিনিয়োগ করেন। আর এই অসম্ভবকে সম্ভব করেছে Systematic Withdrawal Plan (SWP) মিউচুয়াল ফান্ড (Mutual Fund)। কিন্তু কীভাবে মিলবে এই এত বড় অঙ্কের রিটার্ন? জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
আমরা অনেকেই SIP এর বিষয়ে জানি, যেখানে প্রতি মাসে টাকা জমিয়ে ভবিষ্যতে বড় ফান্ড গড়ে তোলা যায়। কিন্তু SWP একেবারে উল্টোভাবে কাজ করে। সূত্র বলছে, SWP হলো একটি বিনিয়োগের পদ্ধতি, যেখানে আপনি একবার নির্দিষ্ট টাকা পরিমাণ টাকা জমা করবেন এবং তারপর সেই বিনিয়োগ থেকেই প্রতি মাসে আয় করতে পারবেন। হ্যাঁ, আর সেই আয়ের অঙ্ক হতে পারে মাসে ২০ হাজার টাকারও বেশি। সব থেকে অবাক করার বিষয়, এই টাকা তোলার পরেও আপনার মোট মূলধন কমবে না। বরং সময়ের সাথে সাথে আরো বাড়বে।
ধরা যাক, আপনি ৫০ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করলেন। এবার আপনি সিদ্ধান্ত নিলেন, প্রতি মাসে বিনিয়োগের টাকা থেকে ২০ হাজার টাকা তুলবেন। এবার ২৫ বছর ধরে আপনি একইরকম ভাবে ২০ হাজার টাকা তুললে মোট ৬০ লক্ষ টাকা তুলতে পারবেন। কিন্তু এর মধ্যে বাকি যে টাকা পড়ে থাকবে, তার উপর প্রতিবছর গড়ে ১০% সুদ দেওয়া হবে। অর্থাৎ ২৫ বছর পর আপনার মোট মূলধনের পরিমাণ দাঁড়াবে ২.৯৮ কোটি টাকা। মানে আপনি ৬০ লক্ষ টাকা তুলেও প্রায় ৩ কোটি টাকার মালিক হবেন।
যাদের ইতিমধ্যেই মোটা অঙ্কের অর্থ সঞ্চয় করা আছে, তারা এই স্কিমটিকে বেছে নিতে পারেন। এছাড়া যারা রেগুলার ইনকাম চান, কিন্তু জমানো পুঁজিতে হাত দিতে চান না বা যারা অবসর জীবনে আর্থিক নিরাপত্তা চান, তাদের জন্য সেরা বিকল্প এটি।
যদিও SWP অতিরিক্ত সুবিধা দিচ্ছে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডের রিটার্নে কোন গ্যারান্টি নেয়। সঠিক ফান্ড বেঁছে নেওয়া এবং সঠিক প্ল্যানিং সবথেকে জরুরী। ফলে অবশ্যই একজন সার্টিফায়েড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ মেনে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে। তাই সময় থাকতে থাকতেই পরিকল্পনা করুন এবং উপার্জনের রাস্তা বেঁছে নিন।
আপনার বাড়িতে কি এখনো এলপিজি গ্যাসের সংযোগ (LPG Gas Connection) নেই? তাহলে আপনার জন্য রয়েছে…
ভিভো আগামী ২১ এপ্রিল তাদের নতুন হাই-এন্ড স্মার্টফোন, Vivo X200 Ultra লঞ্চ করতে চলেছে। এই…
সৌভিক মুখার্জী, কলকাতা: নববর্ষ মানেই নতুন স্বপ্ন। কিন্তু এবার নববর্ষের প্রথম দিনেই যেন স্বপ্ন ভেঙে…
সৌভিক মুখার্জী, কলকাতা: দীঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আগামী ৩০শে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাগ্য খুলতে চলেছে দেশের লাখ লাখ বেকার যুবক-যুবতীর! শ্রম মন্ত্রকের সাথে বিরাট…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করায় কোনওরকম ক্ষতি হবে না, বলেই জানিয়েছিল বাংলাদেশ…
This website uses cookies.