লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mutual Fund: ১০ হাজারকে ২০ বছরে ২ কোটি বানিয়েছে এই মিউচুয়াল ফান্ড | This Mutual Fund Turned 10,000 Into 2 Crores In 20 Years

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ভবিষ্যতের জন্য সঞ্চয় সবাই করতে চায়। কিন্তু নিয়মিত সঞ্চয় এবং বিনিয়োগ আপনার ভবিষ্যতের অর্থনৈতিক অবস্থাকে পুরো বদলে দিতে পারে। অনেকেই ভেবে থাকেন, বড় মূলধন ছাড়া বড় লাভ পাওয়া সম্ভব নয়। কিন্তু যদি সঠিক পরিকল্পনা আর ধৈর্যের সঙ্গে বিনিয়োগ করেন তাহলে সামান্য টাকাও বিশাল সম্পদে পরিণত হতে পারে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। আজ আমরা এমন একটি মিউচুয়াল ফান্ড স্কিমের কথা বলব, যেখানে মাত্র ১০ হাজার টাকার মাসিক বিনিয়োগ শেষমেষ ২ কোটি টাকায় পরিণত হয়।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন মিউচুয়াল ফান্ডে এত বড় রিটার্ন?

আসলে এই অসাধারণ বিনিয়োগের সুযোগটা নিয়ে এসেছে Canara Robeco Emerging Equities Fund। প্রথমত এটি একটি লার্জ ও মিডক্যাপ ক্যাটাগরির ইকুইটি মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের সূচনা হয় ২০০৫ সালের ১১ই মার্চে। এই ফান্ডটির প্রধান লক্ষ্য হলো মাঝারি ও বড় বড় কোম্পানিগুলির স্টক থেকে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন অর্জন করা। প্ল্যানটি মূলত মিড ক্যাপ কোম্পানিগুলির মধ্যে ভবিষ্যৎ সম্ভাবনাময় লোকদের খুঁজে বিনিয়োগ করে। ফলে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীরা বিশাল পরিমাণে মুনাফা অর্জন করতে পারে এই প্ল্যানটির মাধ্যমে।

READ MORE:  Jio Coin: আম্বানির স্বপ্নের প্রকল্প, জিও কয়েন দিয়েও করা যাবে মোটা আয়! কীভাবে, দামই বা কত? | Mukesh Ambani's Dream Project

১০ হাজার টাকার SIP কীভাবে ২ কোটি টাকা?

যদি কেউ ২০০৫ সাল থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে এই ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে তার বিনিয়োগের মোট মূল্য দাঁড়াবে ২৪ লাখ টাকা। এখানে আমরা ২০ বছরের হিসাব দিচ্ছি। কিন্তু এই দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফলে সেটি প্রায় ১.৯ কোটি টাকাতে পরিণত হয়। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। ১০ বছরে এই টাকা দাঁড়ায় ২৮.৪৭ লক্ষ টাকা। কিন্তু ২০ বছর যদি কেউ ধৈর্য ধরে থাকতে পারেন, তাহলে সেই পরিমাণ ১.৯ কোটিতে পৌঁছায়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কীভাবে এত রিটার্ন পাওয়া সম্ভব? আসলে এই চমকপ্রদ বৃদ্ধির মূল কারণ হলো চক্রবৃদ্ধি সুদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষমতা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বিগত বছরের রিটার্ন কেমন?

এই প্ল্যানটি গত কয়েক বছর ধরে বিনিয়োগকারীদের মোটা অংকের রিটার্ন প্রদান করছে। গত ৫ বছরের রেগুলার প্ল্যানে ১৮.৬২% হারে রিটার্ন দিয়েছে এবং ডিরেক্ট প্ল্যানে ১৯.৯৭% হারে রিটার্ন দিয়েছেন। কিন্তু গত এক বছরের কথা বললে রেগুলার প্ল্যানে রিটার্ন দিয়েছে ১৭.৭৯% এবং ডিরেক্ট প্ল্যানে রিটার্ন দিয়েছে ১৯.০১%। জানলে অবাক হবেন, এই প্ল্যানটি তার Nifty Large Midcap 250 TRI-কেও ছাড়িয়ে গেছে এবং বাজারে অন্যান্য ফান্ডের তুলনায় সেরা পারফর্ম করছে।

READ MORE:  চাল-গম বন্ধ, এবার ব্যাংকে ঢুকবে নগদ টাকা! কী বললেন খাদ্যমন্ত্রী?

কোথায় বিনিয়োগ করেছে এই ফান্ড?

এই ফান্ডের বিনিয়োগগুলিও বেশ বৈচিত্র্যময়। কারণ এই ফান্ডটি লার্জ ক্যাপ স্টকে ৪৭ শতাংশ বিনিয়োগ করেছে, মিড ক্যাপ স্টকে ৩৫ শতাংশ বিনিয়োগ করেছে এবং স্মল ক্যাপ স্টকে ১৬ শতাংশ বিনিয়োগ করেছে। এই ফান্ডের শীর্ষ বিনিয়োগগুলি হল ICICI Bank, Indian Hotels এবং Bharat Electronics। পাশাপাশি এই ফান্ড শূন্য থেকে ৩০% পরিমাণ অর্থ ডেট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টেও বিনিয়োগ করতে পারে, যা এটিকে তুলনামূলকভাবে স্থিতিশীল রাখে।

READ MORE:  Post Office PPF Scheme: দিনে ৭০ টাকা জমালে পাবেন ৭ লাখ! বিনিয়োগের সেরা ঠিকানা পোস্ট অফিসের এই স্কিম | India Post Scheme

এখন কি বিনিয়োগ করা উচিত?

এই ফান্ডটি বিশেষভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত। তাই যারা উচ্চ ঝুঁকি নিতে ইচ্ছুক এবং অন্তত তিন থেকে পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য বিনিয়োগ ধরে রাখতে পারবেন বলে মনে করছেন, তারা বিনিয়োগ করতে পারেন। তবে এখানে ন্যূনতম বিনিয়োগ করতে হবে ৫ হাজার টাকা এবং SIP শুরু করা যাবে ১ হাজার টাকা প্রতি মাস থেকে।

বিধিসম্মত সতর্কীকরণ

তবে বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে ইচ্ছুক হলে এই ফান্ডে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। India Hood কাউকে বিনিয়োগ করতে বাধ্য করেনা। অন্যথায় আর্থিক ক্ষতি থাকলে India Hood দায়বদ্ধতা নেবে না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.