সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগকারীদের জন্য এবার দারুণ সুখবর। 2025 অর্থবর্ষে মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) বাজারে সেরা পারফরম্যান্স লক্ষ্য করে যাচ্ছে। বাজারের অস্থিরতার মধ্যেও কিছু নির্দিষ্ট স্কিম প্রচুর মুনাফা আনছে। আর এরমধ্যে সবচেয়ে আলোচিত একটি স্কিম হল Mirae Asset Hang Seng TECH ETF FoF, যা কিনা একবারে 102.63% রিটার্ন দিয়েছে এবং এই “সেরা মিউচুয়াল ফান্ড” শিরোপা পেয়েছে এই স্কিমটি। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এটি FY25-এর একমাত্র স্কিম, যা কিনা তিন অঙ্কের রিটার্ন দিতে পেরেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
এই স্কিম এত রিটার্ন কীভাবে দিল?
Mirae Asset Hang Seng TECH ETF FoF একটি ওপেন-এন্ডেড ফান্ড-অফ-ফান্ড স্কিম হিসাবেই পরিচিত, যা মূলত Mirae Asset Hang Seng TECH ETF-এ বিনিয়োগ করে থাকে। এই স্কিমটির মূল শক্তি চিনা প্রযুক্তির বাজার। বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, কিছু গুরুত্বপূর্ণ কারণের জন্য এই স্কিমটি এই বিপুল পরিমাণে রিটার্ন দিতে পেরেছে। প্রথমত চীনা সরকারের নতুন নীতিগত সহায়তা, যা প্রযুক্তিগত সংস্থাগুলির উপর আরো নিয়ন্ত্রণ করেছে। দ্বিতীয়ত, AI এবং ক্লাউড কম্পিউটিং-এর মত নতুন নতুন প্রযুক্তি বিনিয়োগকারীদের এই স্কিমটির আকর্ষণ বাড়িয়েছে। তৃতীয়ৎ, দীর্ঘদিনের মন্দার পর চীনের প্রযুক্তি বাজারের শক্তিশালী পুনরুদ্ধার করেছে এই স্কিমটি। এছাড়া বিদেশী বিনিয়োগকারীদের ফিরে আসা এই স্কিমে মুনাফা পাওয়ার প্রধান কারণ।
স্কিমের সম্পদ কতটা বেড়েছে?
FY25-এর শুরুতেই এই স্কিমের Assets Under Management ছিল মাত্র 72.50 কোটি টাকা, যা ফেব্রুয়ারি, 2025 নাগাদ বেড়ে 102.93 কোটি টাকায় পৌঁছেছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। মাত্র 1 বছরের মধ্যেই এই স্কিমের সম্পদ একধাক্কায় 42 শতাংশ বৃদ্ধি পেয়েছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, 2021 সালের ডিসেম্বর মাসে এই স্কিম চালু হয়েছিল এবং এটি Hang Seng TECH TRI-এর উপর ভিত্তি করে চলছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
স্কিমের নেট অ্যাসেট ভ্যালুর (NAV) পরিবর্তন
2024 সালে এই স্কিমের নেট অ্যাসেট ভ্যালু প্রায় 98% বৃদ্ধি পেয়েছে, যেখানে 2রা এপ্রিল, 2024 সালে NAV ছিল 6.46 টাকা। সেখানে 2025 সালের 21শে মার্চ দাঁড়িয়েছে 12.79 টাকা। তবে মাঝে কিছুটা উত্থানপতন ছিল। যেমন 11ই নভেম্বর, 2024 NAV দাঁড়িয়েছিল 10.42 টাকায় এবং 13ই জানুয়ারি, 2025 NAV ছিল 8.9 টাকায়, যা সর্বনিম্ন স্তর। এরকম জায়গায় নেমে গিয়েও স্কিমটি আবার শক্তিশালী ভাবে ঘুরে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ
বেশ কিছু বাজার বিশেষজ্ঞ মনে করছে, এই স্কিমের সাম্প্রতিক রিটার্ন উচ্চমানের হলেও এটি বেশ অস্থির এবং ঝুঁকির মুখেই রয়েছে। তাই যাদের উচ্চ ঝুঁকি নেওয়ার মানসিকতা রয়েছে এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরিকল্পনা করতে চান, তারা এই স্কিমে 5 থেকে 7% বিনিয়োগ করতে পারেন। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে, এই স্কিমটিকে মূল বিনিয়োগের পরিবর্তে স্যাটেলাইট ইনভেস্টমেন্ট হিসেবেই রাখা উচিত। তাহলে মুনাফার আশা করা যাবে এবং উচ্চ রিটার্ন আসতে পারে।
বিধিসম্মত সতর্কীকরণ
বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা, বিনিয়োগের সময়সীমা ও আর্থিক লক্ষ্য ভালোভাবে বিশ্লেষণ করুন। পাশাপাশি বাজার পরিস্থিতি বিশ্লেষণ করুন এবং নিজের ঝুঁকিতেই বিনিয়োগ করুন। কারণ India Hood কাউকে নিয়োগ করার জন্য পরামর্শ দেয় না। তাই আর্থিক ক্ষতির সম্মুখীন হলে India Hood দায়বদ্ধতা নেবে না। তবে শেয়ারবাজারের নিয়মিত হালচাল এবং স্টক সম্বন্ধে পরামর্শ পেতে অবশ্যই India Hood-কে ফলো করুন।