Nano Smartphone Launched: ক্রেডিট কার্ডের আয়তনে মোবাইল, এই ন্যানো স্মার্টফোনের ফিচার শুনলে মাথা ঘুরে যাবে | Nano Smartphone Price
পকেটে নিলে মনেই হবে না স্মার্টফোন আছে। আয়তনে যেমন ছোট, তেমনই ওজনে হালকা। বাজারে চলুন নতুন ন্যানো স্মার্টফোন, যার আয়তন একটি ক্রেডিট কার্ডের সমান। এটি ব্যাকআপ ডিভাইস বা সেকেন্ডারি স্মার্টফোন হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে সবথেকে বেশি নজর কাড়তে পারে এর ফিচার। এই ছোট স্মার্টফোনেও রয়েছে হাই-এন্ড স্মার্টফোনের মতো একগুচ্ছ বৈশিষ্ট্য।
এই ন্যানো গ্যাজেটে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। মিলবে ডুয়াল সিম, ওয়াই-ফাই, ভয়েস এবং ভিডিয়ো কল, এমনকি সামনে এবং পিছনে ক্যামেরা। বেড়াতে যাওয়ার সময় নির্ভরযোগ্য ব্যাকআপ গ্যাজেট হিসেবে কাজে আসতে পারে ন্যানো স্মার্টফোন। যারা এটি ১৬ মার্চের মধ্যে কিনবেন তাদের জন্য বিশেষ দামও রাখা হয়েছে।
১৬ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ফোন ৯৯.৯৭ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৬৯২ টাকা) পাওয়া যাবে। ফোনের আসল দাম ১৯৯.৯৯ ডলার বা ১৭,৩৮৮ টাকা। কোনও কুপনের প্রয়োজন নেই। অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বলে জানা গিয়েছে। দু’দিন চলবে ফোনের বিক্রি।
ছোট আকারের হলেও, ন্যানোফোনটি অনায়াসে প্রয়োজনীয় কাজগুলি পরিচালনা করতে পারে। কল, মেসেজ পাঠাতে পারবেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব-সহ একাধিক অ্যাপ ব্যবহার করা যাবে, ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। এতে ৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ৪জি এবং ওয়াইফাই থাকায় ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে সংযোগ জারি রাখতে পারবেন।
কখনও কখনও, বড় স্ক্রিনের স্মার্টফোন সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। বিশেষ করে কন্সার্ট বা ক্রিকেট বা ফুটবল ম্যাচে। কারণ দামি স্মার্টফোন হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এ ক্ষেত্রে বা জরুরি অবস্থার সময় এই ন্যানো গ্যাজেট ব্যাকআপ ডিভাইস হিসেবে কাজে আসতে পারে।
আপনি যদি ফটো এবং ভিডিও শ্যুটের জন্য সেরা সেলফি এবং রিয়ার ক্যামেরার ফোন খুঁজে থাকেন…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১০ মার্চ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি…
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সেল ছাড়াও বিভিন্ন প্রোডাক্টে ছাড় দেওয়া হয়। এখন যেমন Vivo V50 5G…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুরের ব্যস্ততম রাজ্য সড়কে। আজ…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
This website uses cookies.