Neem Phooler Madhu: বিরাট খবর, পুঁটির বিয়ে দিয়েই শেষ 'নিম ফুলের মধু'! কী বলছে জি বাংলা? | Zee Bangla Serial Might End Soon Rumors
পার্থ সারথি মান্না, কলকাতাঃ জি বাংলার পর্দায় যে সমস্ত বাংলা মেগা সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম একটি হল নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। সৃজন আর পর্ণার মিষ্টি প্রেমকাহিনী আর মাঝে নিমপাতার মত তেঁতো এক শাশুড়িকে নিয়ে শুরু হয়েছিল গল্প। আর পাঁচটা সিরিয়াল যেখানে তিন থেকে ছয় মাসেই ঝাঁপি বন্ধ করছে সেখানে দু বছরেরও বেশি সময় ধরে রমরমিয়ে চলছে এই মেগা। এখনও টিআরপি তালিকায় সেরা পাঁচের মধ্যেই থাকে নাম।
বহুদিন হল সৃজন-পর্ণার কাহিনী ২০ বছরের লম্বা লিপ নিয়েছে। পর্ণার মেয়ে এখন অনেকটাই বড়, এদিকে সৃজনও স্মৃতি হারিয়ে ডাকাত হয়ে গিয়েছিল, তবে তার স্মৃতি ফিরিয়ে আনা হয়েছে ইতিমধ্যেই। এবার চলছে পুঁটির বিয়ের পর্ব। অবশ্য ভিলেন ঈশা এখনও নিজের শয়তানি বজায় রেখেছে।
সকাল হতেই পুঁটির গায়ে হলুদের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে গোটা পরিবার। এরপর ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এলে দেখা যায় বাড়ি খুঁজতে গিয়ে হয়রানির কথা শুনিয়ে টোন মারতে শুরু করে বরপক্ষের লোকেরা। যদিও এরপর ভালোভাবেই মিটেছে গায়েহলুদ ও স্নান পর্ব। তারপর রাতের বেলা মেয়ের বিয়ের আগে জল দেখা গিয়েছে সৃজন ও পর্ণার চোখে। কিন্তু এবার নেটপাড়ায় ফের শোনা যাচ্ছে সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন।
হ্যাঁ ঠিকই দেখছেন, নতুন করে আবারও ধারাবাহিক বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। যদিও এমন কোনো ঘোষণা আসেনি চ্যানেলের তরফ থেকে। এমনকি কিছুদিন আগে ৮০০ পর্ব সেলিব্রেশনের পরেও একবার গুজব উঠেছিল। সেই সময় তারকারাই স্পষ্ট জানিয়ে দেন এমন কিছুই হচ্ছে না।
বন্ধের জল্পনা আপাতত এড়ানো গেলেও অনেকের মতে হয়তো টাইম স্লট বদল করা হতে পারে। কারণ একেরপর এক নতুন মেগা শুরু হচ্ছে জি বাংলায়। তাদেরকে জায়গা করে দিতে হয় কোনো পুরোনো বা কম টিআরপির সিরিয়াল বন্ধ হতে হবে, নয়তো টাইম স্লটের বদল হতে হবে। সেই হিসাবেই অনেকের ধারণা হয়তো সম্প্রচারের সময় বদল করা হতে পারে। অবশ্য এর আগেও একবার পরিণীতা ধারাবাহিকটিকে জায়গা করে দিতে টাইমস্লট বদল হয়েছিল নিম ফুলের মধুর।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান (Pakistan) সম্পর্ক বিরাট ধাক্কা খেয়েছে। 26 জন…
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
This website uses cookies.