শ্বেতা মিত্র, কলকাতা: নিম ফুলের মধু (Neem Phooler Madhu)… এক সময়ে টিআরপির শীর্ষে থাকা এই মেগাকে নিয়ে আলোচনার শেষ নেই। সিরিয়ালের স্লট বদল, গল্পের লিপ নেওয়া, নিত্য নতুন আপডেট জানার জন্য কার্যত মুখিয়ে থাকেন দর্শকরা। কিন্তু এতকিছুর মধ্যেই বেজায় মন খারাপ হয়ে গেল দর্শকদের। কারণ নিম ফুলের মধু থেকে শেষমেষ বিদায় নিলেন ‘সৃজন’ ওরফে রুবেল দাস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। শেষ দিনের শুটিং সেরে ফেললেন অভিনেতা। আর শেষ দিনের কাজে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
নিম ফুলের মধু ছাড়লেন রুবেল দাস
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে নতুন এক ধারাবাহিকের কাজ হাতে নিয়েছেন রুবেল দাস। বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় মুখ মোহনা মাইতি। ফলে আশঙ্কা ছিলই যে রুবেল দাস জি বাংলার নিম ফুলের মধু ছাড়বেন। এবার সেই খবরেই শীলমোহর পড়ল। ইতিমধ্যেই নিম ফুলের মধুতে রুবেল দাসকে নিয়ে শেষ ট্র্যাক দেখানো হয়েছে। নতুন একটি কাজ নিয়ে তাকে পর্ণা ও পরিবারকে ছেড়ে দূরে চলে যেতে হচ্ছে, সেটা দেখানো হয়েছে। এদিকে এই ট্র্যাক দেখে বেজায় মন খারাপ দর্শকদের।
নতুন প্রোমো প্রকাশ্যে
নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, হঠাৎ করে মাঝ রাস্তায় সৃজনের কাছে কিছু একটা অফার আসে.! যেটা সে পর্ণা, পুঁটি ও অভিষেককে দেখায়.! আর তারা দেখেই সৃজনকে বলে, যে তার এখনই চলে যাওয়া দরকার.! কারণ এইরকম Once a lifetime offer জীবনে আর কখনো আসবে না.! এরপরই সবাইকে বিদায় জানিয়ে চলে যায় সৃজন.! এমনকি মেয়ে পুঁটির বিয়েটা অবধি দেখে যেতে পারল না সৃজন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
শেষ হচ্ছে নিম ফুলের মধু?
‘পরিণীতা’ সিরিয়ালের জন্য নিম ফুলের মধুর স্লট পিছিয়ে দেওয়া নিয়ে দর্শকদের মধ্যে এমনিতেই ক্ষোভ ব্যাপক ছিল। হু হু করে পড়তে শুরু করেছে TRP। একসময় রাত-৮টায় সম্প্রচারিত হত ‘নিম ফুলের মধু’ পরে নতুন সিরিয়াল ‘পরিণীতা’কে জায়গা করে দিতে সময় বদলে এই ধারাবাহিককে সন্ধ্যে ৬টায় আনা হয়। আর এরপরই ধীরে ধীরে পড়তে থাকে সিরিয়ালের TRP। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে। কিন্তু কবে শেষ হবে তা এখনো অবধি জানা যায়নি।
অন্যদিকে শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে রুবেলকে। প্রসঙ্গত, নিম ফুলের মধুর পরিচালক-প্রযোজকও হলেন শ্রীজিৎ রায়। আরও একবার তাঁর সঙ্গেই কাজ করতে চলেছেন নায়ক।