লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

New 10 And 500 Notes: আসছে নতুন ১০ ও ৫০০ টাকার নোট! আগের নোট কি বাতিল? জানাল RBI | New 10 And 500 Notes Will Be Released Soon

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থবছরের শুরুতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন এক চমক নিয়ে হাজির। এবার বাজারে আসতে চলেছে ১০ টাকা এবং ৫০০ টাকার নতুন নোট (New Currency Note)। শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নতুন নোট নিয়ে আসার কথা জানিয়েছে। আর তাতেই সারা পড়ে গিয়েছে গোটা নেট দুনিয়ায়। কিন্তু কেন হঠাৎ আবার নতুন নোট নিয়ে আসা হচ্ছে? এর পিছনে কী কারণ রয়েছে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নতুন নোটের ডিজাইনে কোনরকম বদল নেই!

জানা যাচ্ছে, ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নতুন নোটগুলি মহাত্মা গান্ধী সিরিজের একটি অংশ হিসেবে আনতে চলেছে। এই নোটগুলিতে থাকবে আরবিআই এর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর। যদিও মহাত্মা গান্ধী (নিউ) সিরিজের নতুন ১০ টাকা এবং ৫০০ টাকার নোটের ডিজাইন একই রকম থাকবে বলেই জানা যাচ্ছে। অর্থাৎ, মহাত্মা গান্ধী সিরিজের আগের নোটের মতই থাকবে মাপ, রং, নিরাপত্তা ফিচার এবং সমস্ত ডিজাইন।

READ MORE:  Jio-এর ধামাকা অফার! ১০০ Mbps ইন্টারনেট, Netflix-সহ একগুচ্ছ OTT একদম ফ্রিতে দিচ্ছে

পুরনো নোটও থাকবে বৈধ

অনেকের মনে এখন প্রশ্ন আসছে, যে নতুন নোট চালু হলে কি আগের ১০ টাকা বা ৫০০ টাকার নোট বাতিল হয়ে যাবে? কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে, এরকম ভাবনার কোন কারণ নেই। আগের ১০ টাকা এবং ৫০০ টাকার নোট আগের মতই চলবে। মানে আপনার হাতে থাকা পুরনো নোটগুলি পুরোপুরি বৈধ এবং তা দিয়ে লেনদেন করতে পারবেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এর আগেও জারি হয়েছিল নতুন নোটের ঘোষণা

এই বছরের শুরুতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছিল গভর্নর সঞ্জয় মালহোত্রা ১০০ টাকা এবং ২০০ টাকার নোট বাজারে নিয়ে আসবে। আর এবার সেই তালিকায় যুক্ত হল আরও দুটি নোট ১০ টাকা ও ৫০০ টাকা। 

READ MORE:  Home Loan: RBI-র সিদ্ধান্তের পর হোম লোন অনেকটাই সস্তা করল SBI, PNB সহ ৪ ব্যাঙ্ক! দেখুন লেটেস্ট রেট | SBI, PNB And 4 Banks Cut Off Home Loan Interest Rates

সঞ্জয় মালহোত্রা কে?

আসলে গত বছরের ডিসেম্বর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে দায়িত্ব দেওয়া হয় সঞ্জয় মালহোত্রাকে। ৫৭ বছর বয়সী এই অর্থনীতিবিদ শক্তিকান্ত দাসের জায়গা নেওয়ার পর নিয়ম অনুযায়ী সই বদলানো হচ্ছে। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার মধ্যে এই নতুন নোট প্রচলন অন্যতম।

READ MORE:  7th Pay Commission: এই দিন ঘোষণা হতে পারে DA, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট খবর | May Central Government Announce Dearness Allowance In February
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.