New Electric Cycle: একটি স্মার্টফোনের দামে একটি ইলেকট্রিক সাইকেল বাজারে আনছে Hero, রেঞ্জ পাবেন ১২০ কিলোমিটার
আপনি নিশ্চয়ই ভারতের রাস্তায় হিরো কোম্পানি বা টাটা কোম্পানির বৈদ্যুতিক সাইকেল দেখে থাকবেন। তবে, এটাই কিন্তু শেষ নয়, হিরো কোম্পানি দীর্ঘদিন ধরে একটি বিদেশের কোম্পানি অর্থাৎ a2b ব্র্যান্ডের সঙ্গে সহযোগিতায় তার নতুন বৈদ্যুতিক সাইকেল তৈরি করছে। এই সহযোগিতার মাধ্যমে হিরো প্রস্তুত করছে নতুন একটি a2b ইলেকট্রিক সাইকেল। ইতিমধ্যেই, হিরো কোম্পানির এই নতুন ইলেকট্রিক সাইকেলটি বিশ্ব পর্যায়ে লঞ্চ হয়েছে। তবে এখনো ভারতের বাজারে এই ইলেকট্রিক সাইকেলের বিশেষ কোনো ডিটেইল সামনে আসেনি।
সম্ভাবনা আছে, যেহেতু ভারতের ইলেকট্রিক সাইকেলের মার্কেট খুব দ্রুতগতিতে এগোতে শুরু করেছে, সেই কারণে মনে করা হচ্ছে, ভারতে এই ইলেকট্রিক সাইকেল খুব শীঘ্রই লঞ্চ করা হবে। হিরো কোম্পানির এই বৈদ্যুতিক সাইকেলটি এক চার্জে ১২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাই আজকের নিবন্ধে, আমরা আপনাকে হিরো কোম্পানির এই বৈদ্যুতিক বাইসাইকেল সম্পর্কে সবকিছু বলব।
প্রথমত, যদি আমরা এই ইলেকট্রিক সাইকেলের দামের ব্যাপারে আলোচনা করি, তাহলে এর দাম হতে চলেছে মোটামুটি ৩৫,০০০ টাকার কাছাকাছি। আপনি যদি হিরো কোম্পানির অন্যান্য বৈদ্যুতিক সাইকেল দেখেন তাহলে তার থেকে এর দাম কিছুটা বেশি হবে। অন্যান্য ইলেকট্রিক বাইসাইকেলের দাম ৩০,০০০ টাকার মধ্যেই থাকে, কিন্তু সেখানে আপনি মাত্র ৩০ থেকে ৪০ কিলোমিটার রেঞ্জ পাবেন। কিন্তু হিরো কোম্পানির নতুন ইলেকট্রিক সাইকেলে আমরা ১২০ কিলোমিটার রেঞ্জ পাব মাত্র ৩৫,০০০ টাকায়। তাছাড়া, এই বৈদ্যুতিক সাইকেলটি ৩৫০ ওয়াট ক্ষমতার একটি BLDC মোটরও পাবে, যা এই বৈদ্যুতিক সাইকেলটি প্রতি ঘন্টায় ৪৫ কিলোমিটারের সর্বোচ্চ গতি প্রদান করবে।
এই ইলেকট্রিক সাইকেলটির চার্জিং টাইম সম্পর্কে বলতে গেলে, মাত্র চার ঘণ্টায় ১০০% চার্জ হয়ে যাবে এই ইলেকট্রিক সাইকেলটি। এছাড়াও, এই সাইকেলে স্পিড গিয়ার বক্সও পাওয়া যাবে। ব্রেকিং সিস্টেমের কথা বললে, সামনে এবং পিছনে উভয় দিকে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সুবিধা পাওয়া যাবে। আপনি যদি কিছু সময় পর কম দামে বেশি রেঞ্জ সহ নতুন ইলেকট্রিক সাইকেল কিনতে চান তবে হিরো কোম্পানির এই ইলেকট্রিক সাইকেলটি আপনার জন্য হবে একেবারে সেরা।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
This website uses cookies.