লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

New Rules: ATM থেকে UPI, ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড! ফেব্রুয়ারিতে একাধিক বদল, বদলাচ্ছে RBI-র পলিসিও | Reserve Bank of India Monetary Policy To ATM, UPI, Credit Card Rules Changing

Updated on:

শ্বেতা মিত্র, কলকাতা: ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে। আর নতুন মাস মানেই হল একগুচ্ছ নিয়ম শুরু হওয়া। এদিকে ইতিমধ্যেই পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৫। এই বাজেটে একগুচ্ছ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যাইহোক, এই বাজেট পেশের আগেই সাধারণ মানুষের জন্য অত্যাবশ্যকীয় ব্যাঙ্কিং ও ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনগুলি সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেট এবং দৈনন্দিন জীবনে। আসুন জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাস থেকে কোন কোন নিয়মে পরিবর্তন এসেছে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ATM থেকে টাকা তোলার নিয়মে বদল

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে এটিএম থেকে টাকা তোলার ফি বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি মাসে এটিএম থেকে মাত্র ৩ বার টাকা তোলা যাবে বিনামূল্যে। এরপর প্রতিটি লেনদেনের জন্য অতিরিক্ত ২৫ টাকা ফি নেওয়া হবে, যা আগে ছিল ২০ টাকা। নিজের বদলে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে প্রতি লেনদেনে দিতে হবে ৩০ টাকা। উপরন্তু, একদিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা তোলা করা যেতে পারে।

READ MORE:  Bank Charges: চুপিসারে গ্রাহকদের থেকে ২৩৩১ কোটি কেটে নিয়েছে ব্যাঙ্কগুলি! আপনার টাকা ঠিক আছে? | Banks Secretly Deducted Rs 2331 Crore From Customers

আরবিআই মানিটারি পলিসি

জানা গিয়েছে, অর্থবর্ষ ২০২৪-২৫-এর অংশ হিসেবে পরবর্তী RBI মানিটারি পলিসি মিটিং হবে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। একাধিক বিশেষজ্ঞের জল্পনা, রেপো রেট কমানো হবে। যদি রেপো রেটে কোনও পরিবর্তন আনা হয়, তাহলে ব্যাঙ্ককে তা মেনে চলতে হবে। আর সেই পরিবর্তন লাগু করতে হবে।

UPI লেনদেনের নিয়মে পরিবর্তন

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) ইউপিআই লেনদেন সম্পর্কিত নিয়মও সংশোধন করেছে। ১ ফেব্রুয়ারি থেকে, বিশেষ অক্ষর (যেমন @, , $, ইত্যাদি) দিয়ে তৈরি UPI IDগুলি গ্রহণ করা হবে না। এখন UPI ব্যবহারকারীদের শুধুমাত্র আলফানিউমেরিক ক্যারেক্টার ব্যবহার করে আইডি তৈরি করতে হবে। ডিজিটাল পেমেন্টের সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে এই পরিবর্তন করা হয়েছে।

READ MORE:  SBI Amrit Kalash: কোটি কোটি গ্রাহককে চিন্তায় ফেলল SBI | State Bank Of India Scheme

ব্যাংকিং নিয়মে পরিবর্তন

কোটাক মাহিন্দ্রা ব্যাংক তার গ্রাহকদের তার নিয়মিত সুবিধা এবং ফিতে আসন্ন পরিবর্তনগুলি সম্পর্কে অবহিত করেছে, যা ১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে এটিএম লেনদেনের সীমা সংশোধন এবং বিভিন্ন ব্যাংকিং পরিষেবার জন্য আপডেট ফি। মূল পরিবর্তনগুলির মধ্যে অন্যতম হল বিভিন্ন শাখায় ক্যাশ ট্রানজ্যাকশন চার্জ এবং ক্যাশ ডিপোজিট মেশিনের একটি সংশোধন, প্রথম বিনামূল্যে লেনদেন অথবা প্রতি মাসে ১০ হাজার টাকা ডিপোজিটের পর প্রতি ১০০০ টাকায় দিতে হবে ৫ টাকা ফি। ক্যুরিয়রের মাধ্যমে পিন রিজেনারেশন, প্রবীণ নাগরিকদের জন্য ক্যাশ/ইনস্ট্রুমেন্ট পিকআপ এবং ব্যালেন্স স্টেটমেন্ট মকুব করা হবে।

READ MORE:  ৪৩ থেকে কমে ২৮! এক ধাক্কায় কমছে ১৫ ব্যাঙ্ক, বড় সিদ্ধান্ত কেন্দ্রের, তালিকায় বাংলাও

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের পরিবর্তন

এবার আসা যাক আইডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়ম প্রসঙ্গে। জানা গিয়েছে, ক্রেডিট কার্ডের নীতিতে একাধিক আপডেট ঘোষণা করেছে ব্যাঙ্ক। যা কার্যকর হবে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। IDFC FIRST Millennia, FIRST Wealth এবং FIRST SWYP Credit Cards-এর স্টেটমেন্ট ডেট প্রতি মাসের ১০ তারিখে সংশোধন করা হবে। CRED, PayTM, এবং MobiKwik-এর মতো থার্ড পার্টি প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট করা এডুকেশন ফি-এর উপর ১ শতাংশ ফি (সর্বনিম্ন ২৪৯ টাকা) চার্জ করা হবে। তবে সেটা স্কুল অথবা কলেজ ওয়েবসাইট কিংবা পিওএস মেশিনের মাধ্যমে করা সরাসরি পেমেন্টের ক্ষেত্রে ধার্য হবে না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.