New Rules: LPG থেকে ATM, রেলের টিকিট বুকিং ও FD! ১ মে থেকে লাগু হচ্ছে ৫ নয়া নিয়ম | 5 Rules Changing In May
সৌভিক মুখার্জী, কলকাতা: নয়া মাস মানেই নয়া নিয়ম। আর 2025 এর 1 মে থেকে একাধিক নতুন নিয়ম (New Rules) লাগু হতে চলেছে। যার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটের উপর। জানা যাচ্ছে, রেল টিকিট বুকিং থেকে শুরু করে এটিএম লেনদেন, এলপিজি সিলিন্ডারের দাম, এমনকি ব্যাঙ্কের কিছু নিয়মেও পরিবর্তন আসছে। চলুন দেখে নেওয়া যাক, মে মাসের প্রথম দিন থেকে কী কী নিয়মের চাপ সাধারন গ্রাহকদের পোহাতে হবে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশিকায় 1 মে, 2025 থেকে এটিএম থেকে টাকা তোলা বা জমা কিংবা ব্যালেন্স চেক করার নিয়মে পরিবর্তন আসছে। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, ক্যাশ উইথড্রোল চার্জ এবার 17 টাকা থেকে বাড়িয়ে 19 টাকা করা হতে পারে প্রতিটি লেনদেনের জন্য। পাশাপাশি ব্যালেন্স চেক করার জন্য প্রতিটি ট্রানজেকশনে 6 টাকা থেকে বাড়িয়ে 7 টাকা করা হতে পারে।
বেশ কিছু সূত্রের খবর, ভারতীয় রেল 1 মে থেকে টিকিট বুকিং এর নিয়মে বেশকিছু পরিবর্তন আনছে, যা যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করবে। হ্যাঁ, জানা যাচ্ছে স্লিপার বা এসি কোচে এখন ওয়েটিং টিকিট থাকবে থাকবে না। শুধুমাত্র সাধারণ কোচে ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করা যাবে। পাশাপাশি এখন যেখানে 120 দিন আগে টিকিট বুকিং করা যায়, এবার সেই সময়সীমা কমিয়ে 60 দিন করা হতে পারে। এছাড়া কয়েকটি অতিরিক্ত চার্জ বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।
প্রথম মাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করা হয়। আর সেই সূত্র ধরে 1 মে, 2025 তারিখেও গ্যাসের দাম বাড়তে পারে বা কমতে পারে। আর গ্যাসের দাম বাড়লে সাধারণ মানুষের রান্নার খরচ অনেকটাই বাড়বে।
সূত্র বলছে, FD এবং সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু নিয়মে বড়সড় পরিবর্তন আসছে। যদিও এখনও সুদের হার সম্পর্কে কোন পরিবর্তন বোঝা যাচ্ছে না। তবে পরিবর্তনগুলির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
“এক রাজ্য এক RRB” প্রকল্পের অধীনে দেশের 11টি রাজ্যের আঞ্চলিক ব্যাঙ্কগুলি এবার একই একীকরণ করা হচ্ছে। আর এই পরিকল্পনা 1 মে থেকেই কার্যকর হবে। যে রাজ্যগুলির ব্যাঙ্ক জুড়ে দেওয়া হচ্ছে সেগুলি হল – অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, জন্মু ও কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা এবং রাজস্থান।
তাই 1 মে, 2025 থেকে আসতে চলা এই পরিবর্তনগুলি সম্পর্কে আগেভাগেই অবগত হওয়া জরুরী। কারণ এগুলি সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটে সরাসরি প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) ঘোষণা করেছে যে, ২০২৫ সালের মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষার ফলাফল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে দ্বিমুকুট জয়ের পর কলিঙ্গ সুপার কাপের কোয়ার্টারে অনামি খেলোয়াড়দের…
ভারত ও ফ্রান্সের মধ্যে ৬৩,০০০ কোটি টাকার এক বিশাল প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি মাসেই নির্দিষ্ট কিছু ছুটির বাইরেও কিছু বাড়তি ছুটি দেওয়া হয়ে থাকে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক (India…
প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। অবস্থা এতটাই…
This website uses cookies.