New Song Of Dhanashree Verma: 'তোমাকে অন্যের বিছানায় শুতে দেখেছি', চাহালের সাথে ইতি টেনেই ধনশ্রীর ... | New Song Of Dhanashree Verma
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গানের মাধ্যমে প্রাক্তন স্বামীর কেচ্ছা-কাহিনী তুলে ধরলেন ধনশ্রী! বৃহস্পতিবার মুম্বইয়ের পারিবারিক আদালতে পাকাপাকিভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর ওরফে করিওগ্রাফার ধনশ্রী বর্মার (Dhanashree Verma)।
তবে ডিভোর্সে সীলমোহর পড়লেও থেমে থাকেনি নেট দুনিয়ার গরম হওয়া। সম্প্রতি চাহালের প্রাক্তন জীবনসঙ্গিনীর খোরপোষের দাবি নিয়ে মুখ খুলেছেন নেট নাগরিকরা! কার্যত ধনশ্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন চাহাল ভক্তদের একাংশ! এমতাবস্থায়, নতুন গান প্রকাশ্যে এনে চমকে দিলেন প্রাক্তন চাহালপ্রিয়া।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দেখা জি দেখা ম্যায়নে’ গানটি। যেখানে চাহালের প্রাক্তন স্ত্রীকে গার্হস্থ হিংসায় জর্জরিত এক চরিত্রে দেখা গিয়েছে। যেই গান ইতিমধ্যেই তোলপাড় করে দিচ্ছে নেট দুনিয়া। খোঁজ নিয়ে জানা গেল, গানটি নাকি নিজের সংসারিক জীবনের প্রতি তীব্র অভিমান ও আক্ষেপ নিয়ে লিখেছেন ধনশ্রী!
শীর্ষক গানটিতে অন্যের বিছানায় আমি তোমাকে শুতে দেখেছি, কাছের মানুষের চোখের জল দেখেছি। ক্ষত গুলোকে বিষ জল দিয়ে ধুতে দেখেছি…. …. নতুন খেলনা পেয়ে পুরনো খেলনা ভুলে গেছো… এহেন একাধিক বিস্ফোরক কথা উঠে এসেছে ধনশ্রী অভিনীত ওই মিউজিক ভিডিওটির দৌলতে।
ডিভোর্সের মোক্ষম সময় এমন গান রিলিজ করে ঠিক কী বোঝাতে চাইলেন ধনশ্রী? প্রশ্ন তুলছেন নেট নাগরিকরা। বলে রাখি, চাহালদের বিবাহ বিচ্ছেদের পর টি সিরিজ ইউটিউব প্লাটফর্মে রিলিজ হওয়া গানটি নিয়ে নেট পাড়ায় শুরু হয়েছে তুমুল চর্চা।
গত 5 ফেব্রুয়ারি বান্দ্রার পারিবারিক আদলাতে একসঙ্গে ডিভোর্সের আবেদন জানিয়েছিলেন চাহাল এবং ধনশ্রী। সেই মতো, হিন্দু বিবাহ আইন মেনে দুজনকে 6 মাসের কুলিং অফ পিরিয়ড দিয়েছিল আদালত। তবে সূত্রের খবর, দুজনের কেউই এই সময়টুকুও একে অপরকে দিতে চাইছিলেন না। আর সেই কারণেই তড়িঘড়ি আদালতে পিটিশন জমা দেন চাহাল।
অবশ্যই পড়ুন: KKR বনাম RCB ম্যাচে ড্রিম টিমে রাখুন এই 11 জনকে! কাকে অধিনায়ক-সহ অধিনায়ক করবেন?
সেখানে বলা হয়, ধনশ্রীর সাথে সেটেলমেন্টের অর্ধেক টাকাই দিয়ে দেওয়া হয়েছে, তাই কুলিং অফ পিরিয়ড তুলে নেওয়া হোক। চাহালের কথায় মান্যতা দিয়ে শেষমেষ কুলিং অফ পিরিয়ড তুলে দেয় আদালত। শেষ পর্যন্ত নির্ধারিত সময় মেনেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মুম্বইয়ের পারিবারিক আদালতে ধনশ্রীর তরফে দাবি করা 4.75 কোটির খোরপোষের বিনিময়ে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয় প্রাক্তন তারকা দম্পতির।
শ্বেতা মিত্র, কলকাতা: গরমে হাঁসফাঁস করছেন বাংলার মানুষ। তাপমাত্রা যেন কমতেই চাইছে না। মাঝেমধ্যে দমকা…
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
This website uses cookies.