New Zealand Vs Pakistan: ১৩ রান করেই বিশ্ব রেকর্ড গড়লেন পাক তারকা! কীভাবে? জানুন | Pak Spinner Creates World Record
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 13 রান করেই বিশ্ব রেকর্ড। 12 নম্বরে ব্যাট করতে নেমে ইতিহাসের পাতায় নাম তুললেন পাকিস্তানের (Pakistan) তরুণ বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম। হ্যাঁ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের ম্যাচেই বুধবার এই রেকর্ড গড়েছেন তরুণ পাক তারকা সুফিয়ান।
আন্তর্জাতিক ক্রিকেটে 12 নম্বর পজিশনে ব্যাট করে নজির গড়েছেন বহু ক্রিকেট তারকা। প্রথমবারের মতো 2019 সালের আন্তর্জাতিক ক্রিকেটে 12 নম্বরে ব্যাটিং দেখেছিল ক্রিকেট বিশ্ব। এরপর বহু তারকাই দলের হয়ে দ্বাদশ স্থানের দায়িত্ব পালন করেছেন। বলে রাখি, 2019 সালেই প্রথমবারের জন্য কনকাশন সাব বা সমস্যা জনিত কারণে খেলোয়াড়ের বদলির নিয়ম চালু করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
আর এই নিয়ম চালু হওয়ার পরেই লাইক টু লাইক বা একই ভূমিকার খেলোয়াড়দের মাঠে নামায় দলগুলি। আর সেই সূত্র ধরেই 12 নম্বর ব্যাটিং পজিশনে জায়গা হয় ক্রিকেটারদের। এবার সেই অবস্থানকে কাজে লাগিয়ে বিশ্ব রেকর্ডে থাবা বসালেন তরুণ পাক তারকা।
12 নম্বরে ব্যাট করতে নেমে রান পাওয়া খেলোয়াড়দের মধ্যে প্রথম ফজলহক ফারুকি। 2023 সালের মার্চে শারজায় তৃতীয় টি-টোয়েন্টি চলাকালীন পাকিস্তানের বিপক্ষে 12 নম্বরে নেমে মাত্র 1 রানে অপরাজিত ছিলেন এই আফগান পেসার। এরপর মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে 12 নম্বরে ব্যাট করতে এসে 4 রান করে অপরাজিত ছিলেন আফগান তারকা জাহির খান।
অবশ্যই পড়ুন: শুল্ক না দাদাগিরি! ট্রাম্পের নীতিতে ২৬ হাজার কোটির ক্ষতির মুখে ভারত
এতদিন এটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে 12 নম্বরের সর্বোচ্চ রেকর্ড। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডের দ্বিতীয় দিনই 12 নম্বরে ব্যাট করতে এসে 10 বলে একটি চার ও একটি ছয় সহযোগে 13 রানের ইনিংস খেলেন পাকিস্তানের তরুণ স্পিনার সুফিয়ান মুকিম। যা তাঁকে বিশ্ব রেকর্ডে জায়গা দিয়েছে। বলা বাহুল্য, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে 12 নম্বর ব্যাটসম্যান হিসেবে মুকিমের 13 রানের রেকর্ডটিই সর্বোচ্চ।
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যত দিন গড়াচ্ছে, তত বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচ বাড়ছে। এসি,…
দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার কোটি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে নিয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 999 টাকায় বুক করতে পারেন প্রাইভেট জেট! অবাক লাগলো? সেটাই স্বাভাবিক!…
সৌভিক মুখার্জী, কলকাতা: গত ২০২৪-এ ভারতের ঐতিহাসিক টি-২০ বিশ্বকাপ জয়ের স্মৃতি আজও ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘কাক কখনও কোকিল হয়?’, প্রায়শই এই প্রচলিত প্রবাদে কুচকুচে কালো প্রাণীটির প্রসঙ্গ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্ষা এলেই উত্তরবঙ্গবাসীর মনে একটাই চিন্তা, সেবক হয়ে সিকিম যাওয়ার রাস্তায় ধস…
This website uses cookies.