Categories: চাকরি

NGEL সংস্থায় প্রচুর শূন্যপদে এক্সিকিউটিভ নিয়োগ

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি NTPC Green Energy Limited (NGEL) এর তরফ থেকে ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ পদে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাই যদি আপনি নবায়নযোগ্য শক্তিক্ষেত্রে কাজ করতে আগ্রহী হন, তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। শুধু তাই নয়, এখানে ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে এবং এই পদগুলিতে চাকরি পেলে দেওয়া হবে মোটা অঙ্কের বেতন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন পদের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, বয়স সীমা কত দরকার, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | NGEL Recruitment 2025 |

NTPC Green Energy Limited (NGEL) এর তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। তবে ইঞ্জিনিয়ারের মধ্যে বিভিন্ন বিভাগ রয়েছে। যেমন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আইটি ইত্যাদি। শূন্যপদের দিকে যদি তাকাই, তাহলে এখানে মোট ১৯২টি শূন্যপদ পাওয়া যাবে। যেখানে ইঞ্জিনিয়ার পদে মোট ১৪৯টি এবং এক্সিকিউটিভ পরে মোট ৩৩টি শূন্যপদ রয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানানো হয়েছে, ইঞ্জিনিয়ার পদগুলিতে আবেদন করার জন্য সংশ্লিষ্ট শাখায় BE/B.Tech ডিগ্রী অর্জন করতে হবে। তবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু যদি কেউ এক্সিকিউটিভ (HR) পদে আবেদন করতে চায়, তাহলে তাকে যেকোন বিভাগে গ্রাজুয়েট হতে হবে এবং যদি কেউ এক্সিকিউটিভ (ফাইনান্স) পদে আবেদন করতে চায় তাহলে CA বা CMA কোয়ালিফাইড হতে হবে।

বয়স সীমা কত প্রয়োজন?

বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বয়স হিসাব করা লাগবে ০১/০৪/২০২৫ তারিখ অনুযায়ী। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

বেতন কাঠামো

আগেই বলা হয়েছে, এই পদগুলিতে চাকরি পেলে শুরুতেই মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে চাকরি পেলে প্রতি বছর ১১ লক্ষ টাকা বেতন দেওয়া হবে, যা মাসিক হিসাব করলে দাঁড়ায় প্রায় ৯১,৬৬৬/- টাকা।

কীভাবে আবেদন করবেন?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমেই আবেদন সেরে নিতে হবে। শুধুমাত্র নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে NGEL-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 

২) এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

৩) এরপর আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্ধারিত আবেদন ফর্মটি পূরণ করুন। 

৪) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন। 

৫) এরপর অনলাইনের মাধ্যমে আবেদন ফি প্রদান করুন। 

৬) সবশেষে ফর্ম সাবমিট করুন এবং ফাইনাল কপি ডাউনলোড করে রাখুন।

আগেভাগেই জানিয়ে রাখি, এখানে সাধারণ এবং OBC প্রার্থীদের আবেদন করার জন্য ৫০০/- টাকা আবেদন ফি লাগবে। তবে SC, ST, PwBD ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য কোনরকম ফি প্রয়োজন নেই।

নিয়োগ কীভাবে করা হবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে প্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে ৭০ নম্বরের একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) নেওয়া হবে। তারপর ১০ নম্বরের অভিজ্ঞতার পরীক্ষা নেওয়া হবে। সবসেসে ২০ নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- NGEL Official Website

অফিসিয়াল বিজ্ঞপ্তি- NGEL Official Notification

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

মহিলা কামরা বৃদ্ধির জের, শিয়ালদা শাখায় রেল অবরোধ! বন্ধ ট্রেন চলাচল

প্রীতি পোদ্দার, কলকাতা: সক্কাল সক্কাল ফের রেল অবরোধ (Rail Blockade) শিয়ালদহ দক্ষিণ শাখায়। অফিস টাইমে…

8 minutes ago

Foxconn: চীন নয়, এবার ভারতেই তৈরি হচ্ছে ফক্সকনের বিরাট হাব | Semiconductor Factory In India

সৌভিক মুখার্জী, কলকাতা: তাইওয়ানের বিখ্যাত প্রযুক্তি সংস্থা ফক্সকন (Foxconn) আবারো ভারতের মাটিতে ব্যবসার বীজ বুনতে…

12 minutes ago

মাত্র ৫০ টাকার কমে মিলছে ২৫GB ডেটা! জিও, এয়ারটেল, Vi-র সেরা কিছু প্ল্যান

এমন একটা সময় ছিল, যখন ১ জিবি ডেটা কিনতে গেলে গুনতে হতো মোটা টাকা। কিন্তু…

22 minutes ago

মঞ্চে জোরেশোরে নাচলেন, ভক্তরা তার নাচের চাল দেখে মুগ্ধ হলেন

হরিয়ানভি ডান্স কুইন স্বপ্না চৌধুরী আবারও তার স্টেজ পারফরম্যান্স দিয়ে দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি…

37 minutes ago

KKR Vs PBKS: প্রতিশোধ! KKR-কে হারিয়ে জয়ের রহস্য ফাঁস করলেন আইয়ার | Shreyas Reveals The Reason Of Win Against KKR

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে হিসেব মেটানোর ম্যাচ ছিল তাঁর।…

1 hour ago

This website uses cookies.