NHAI Toll Tax Hike: জাতীয় সড়কের টোল ট্যাক্স বাড়ল, কোন গাড়িতে কত টাকা বেশি খরচ হবে দেখুন | Toll Taxes Increase From April 1
২০২৪ সালের জুন মাসের পর এবার ২০২৫ সালের এপ্রিল, এক বছরের মধ্যে জাতীয় সড়কে এই নিয়ে দ্বিতীয় বার টোল ট্যাক্স বাড়াল জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই (NHAI)। পয়লা এপ্রিল থেকেই টোল ট্যাক্স বৃদ্ধি কার্যকর করার ফলে ভারতের মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে ভ্রমণ আরও ব্যয়বহুল হতে চলেছে। গাড়ি ও হালকা যানবাহনের ক্ষেত্রে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে টোল, যেখানে ভারী যানবাহনের ক্ষেত্রে প্রায় ১০ শতাংশ অতিরিক্ত টোল গুণতে হবে।
জানিয়ে রাখি, রাজ্যে ৫০টির বেশি জাতীয় সড়ক রয়েছে। গড়ে ৫৮ কিমি অন্তর একটি টোল ট্যাক্স বুথ অবস্থিত। এনএইচএআই একটি নির্দেশিকা জারি করে কোন রুটে কত টাকা খরচ হবে তা বিস্তারিত আকারে জানিয়েছে। লখনউ-কানপুর, অযোধ্যা, রায়বেরেলি এবং বারাবাঁকির মতো লখনউয়ের মধ্য দিয়ে যাওয়া মহাসড়কগুলিতে ব্যক্তিগত গাড়ির মতো হালকা যানবাহনের টোল প্রতি ট্রিপে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে, যেখানে ভারী যানবাহনের জন্য ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত অতিরিক্ত টোল দিতে হবে।
দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ও এনএইচ-৯-এও টোলের হার বৃদ্ধি করা হয়েছে। উদাহরণস্বরূপ, সরাই কালে খান এবং মিরাটের মধ্যে যাতায়াতকারী গাড়ি এবং জিপের জন্য একমুখী টোল ১৬৫ টাকা থেকে বেড়ে ১৭০ টাকা হবে। হালকা বাণিজ্যিক যানবাহন এবং বাসের জন্য এখন থেকে প্রতি ট্রিপে ২৭৫ টাকা এবং ট্রাকগুলিকে ৫৮০ টাকা করে ভাড়া দিতে হবে।
টোল বৃদ্ধির ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু যাত্রী কাঠামোগত উন্নয়নের জন্য তহবিলের প্রয়োজনীয়তা স্বীকার করলেও, অন্যরা ঘন ঘন টোল বৃদ্ধির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের যুক্তি, টোল সংগ্রহ থেকে আসা অতিরিক্ত রাজস্ব চলমান মহাসড়ক রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ প্রকল্পগুলিকে সমর্থন করবে। তাই যাত্রীদের সেই অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
Samsung Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানির…
২০২৪ সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য রইল বিরাট খবর। নতুন অর্থবর্ষ শুরু…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান। ২০১৬ সালের এসএসসি…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছরই ফোর্বস বিশ্বের ধনকুবেরদের তালিকা প্রকাশ করে। যেখানে উঠে আসে কার সম্পত্তি…
Vivo V50 ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছে। আবার Vivo V50 সিরিজের দ্বিতীয় মডেল এপ্রিলেই প্রকাশ হবে…
This website uses cookies.