Nothing CMF Phone 2 Camera: CMF Phone 2 লঞ্চের আগে পেল BIS সার্টিফিকেশন থেকে ছাড়পত্র, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা | Nothing CMF Phone 2 Spotted Bis India Launch
Nothing Phone (3a) এবং Phone (3a) Pro সম্প্রতি লঞ্চ হয়েছে। দুটি ফোনেই ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। উভয় হ্যান্ডসেট মিড প্রাইস রেঞ্জে এসেছে। এবার সংস্থাটি একটি বাজেট ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Nothing এর এই ডিভাইসটি সম্প্রতি ভারতীয় সার্টিফিকেশন পোর্টাল বিআইএস (BIS)-এ উপস্থিত হয়েছে। পাশাপাশি এর ডিজাইন ও ক্যামেরা সম্পর্কিত তথ্য ফাঁস এসেছে। নাথিং-এর সাব-ব্র্যান্ড CMF এই ডিভাইসটি Phone 2 নামে লঞ্চ করতে পারে।
নার্থিং সিএমএফ ফোন ২ ডিভাইসটি A001 মডেল নম্বর সহ বিআইএস ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। 91mobiles এর রিপোর্টে বলা হয়েছে, এর মডেল নম্বর সিএমএফ ফোন ১ এর মডেল নম্বর A015 থেকে বেশ আলাদা। আর এর সাংকেতিক নাম দেওয়া হয়েছে গালাগা। বিআইএস লিস্টিং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে টিপস্টার মারফত জানা গেছে, সিএমএফ ফোন ২ ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকবে।
নাথিং এর এই বাজেট ফোনটি আগামী মাসে, এপ্রিলে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সিএমএফের ডিজাইনার লুসি বিরলে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, এপ্রিলে ডিভাইসটি লঞ্চ করার পরিকল্পনা আছে তাদের। তাছাড়া সিএমএফ ফোন ২ এর কালার অপশন সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এই হ্যান্ডসেটটি নীল রঙে বাজারে আসতে পারে।
সিএমএফ ফোন ২ এর ডিজাইন প্রকাশ করেছে প্যানিকক্যাট নামের একটি ওয়েবসাইট। ফোনের ব্যাক প্যানেল স্পষ্ট দেখা যাচ্ছে। এটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হতে পারে। গত বছর আসা সংস্থার প্রথম ফোনের পেছনে মাত্র দুটি ক্যামেরা ছিল। এবার ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। এর প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল হতে পারে। এর সাথে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ম্যাক্রো সেন্সর থাকতে পারে।
ভিভোর ভি সিরিজ বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২০ই মার্চ, বৃহস্পতিবার। লক্ষ্মীবারে কেমন থাকবে আপনার ভাগ্য? তা জানতে অবশ্যই…
প্রত্যাশা মতোই গুগল আজ ভারত এবং বিশ্ব বাজারে তাদের নতুন পিক্সেল ফোন, Google Pixel 9a…
এখনকার স্মার্টফোনগুলি পারফরম্যান্স কেন্দ্রিক হলেও ভারী কোনো কাজ করার সময় বা গেম খেলার সময় সেগুলি…
গরম পড়তেই হু হু করে বিক্রি হচ্ছে এসি। আপনিও যদি এই সময় নতুন এসি কিনতে…
ট্রেনে ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করা এখন বেশ কঠিন হয়ে উঠেছে, বিশেষ করে যদি পরিকল্পনা…
This website uses cookies.