Nothing Phone 2a Discount: ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ইউনিক ডিজাইন, এই 5G ফোন এখন অনেক সস্তায় | Nothing Phone 2a Price
আপনি যদি কম দামে ইউনিক ডিজাইনের কোনো নতুন ফোন খোঁজ করেন তাহলে Nothing Phone (2a) দুর্দান্ত বিকল্প হতে পারে। আসলে টেক ব্র্যান্ড নাথিং অনন্য ডিজাইনের জন্য ইতিমধ্যেই বাজারে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে এবং শীঘ্রই তারা Nothing Phone (3a) লঞ্চ করতে চলেছে। আর নতুন ফোন আসার কারণে এর পূর্বসূরি Phone (2a) উল্লেখযোগ্য ছাড়ে পাওয়া যাচ্ছে। আসুন এই ডিভাইসের সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
বিশেষ অফারে নার্থিং ফোন (২এ) এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন ফ্লিপকার্টে ২১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার যেকোনো ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে ২,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে ফোনের দাম ১৯,৯৯৯ টাকা পড়বে।
শুধু তাই নয়, আপনি আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে নার্থিং ফোন (২এ) কিনতে পারেন এবং ১৩,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ফোনটি কালো, নীল এবং সাদা রঙে পাওয়া যাবে।
নার্থিং ফোন (২এ) ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৩০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৭-ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
This website uses cookies.