Nothing Phone 2a Discount: ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ইউনিক ডিজাইন, এই 5G ফোন এখন অনেক সস্তায় | Nothing Phone 2a Price

আপনি যদি কম দামে ইউনিক ডিজাইনের কোনো নতুন ফোন খোঁজ করেন তাহলে Nothing Phone (2a) দুর্দান্ত বিকল্প হতে পারে। আসলে টেক ব্র্যান্ড নাথিং অনন্য ডিজাইনের জন্য ইতিমধ্যেই বাজারে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে এবং শীঘ্রই তারা Nothing Phone (3a) লঞ্চ করতে চলেছে। আর নতুন ফোন আসার কারণে এর পূর্বসূরি Phone (2a) উল্লেখযোগ্য ছাড়ে পাওয়া যাচ্ছে। আসুন এই ডিভাইসের সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

READ MORE:  DSLR ফেল! Realme 14 Ultra চোখ ধাঁধানো ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে | Realme 14 Ultra Launch Date

Nothing Phone (2a) এর সাথে দুর্দান্ত অফার

বিশেষ অফারে নার্থিং ফোন (২এ) এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন ফ্লিপকার্টে ২১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার যেকোনো ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে ২,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে ফোনের দাম ১৯,৯৯৯ টাকা পড়বে।

READ MORE:  OnePlus স্মার্টফোনে আমূল পরিবর্তন, আইফোনের মতো বিশেষ স্মার্ট বাটন পাবেন ব্যবহারকারীরা

শুধু তাই নয়, আপনি আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে নার্থিং ফোন (২এ) কিনতে পারেন এবং ১৩,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ফোনটি কালো, নীল এবং সাদা রঙে পাওয়া যাবে।

Nothing Phone (2a) এর স্পেসিফিকেশন

নার্থিং ফোন (২এ) ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৩০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৭-ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Xiaomi 15 Ultra ও Xiaomi 15 ভারতে লঞ্চ হল, রয়েছে মারকাটারি ফিচার | Xiaomi 15 Ultra & Xiaomi 15 Launched in India

Scroll to Top