লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Nothing Phone (2a) Plus Discount: একধাক্কায় ৬৬০০ টাকা সস্তা হল ৫০+৫০ মেগাপিক্সেল ক্যামেরার এই 5G স্মার্টফোন | Flipkart Month End Mobile Festival Sale

Published on:

নাথিংয়ের একটি স্মার্টফোন ই-কমার্স সাইট ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। এই ফোনের নাম Nothing Phone (2a) Plus। এতে আছে বেশি র‌্যাম, দুর্দান্ত ক্যামেরা ও স্টাইলিশ লুক সহ শক্তিশালী ব্যাটারি। ফ্লিপকার্টে চলমান সেলে ডিভাইসটি প্রায় ৬৬০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। আসুন অফারে স্মার্টফোনটির কোন ভ্যারিয়েন্ট কত দামে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Nothing Phone (2a) Plus অফারে কত দামে কেনা যাবে

নার্থিং ফোন (২এ) প্লাস গতবছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। লঞ্চের সময়, এর ৮ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ছিল ২৭,৯৯৯ টাকা এবং ১২ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। এটি ব্ল্যাক এবং হোয়াইট কালার ভ্যারিয়েন্টে এসেছে।

READ MORE:  টেসলার কোন গাড়ি ভারতে প্রথম লঞ্চ হবে জানেন? সার্টিফিকেশন থেকে ফাঁস হল নাম | Tesla Model 3 Model Y Homologation Initiated in India

তবে ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে এর ৮ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ২৫,৪৯৯ টাকা। আবার এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্টে ৪,১২৫ টাকা ছাড় পাওয়া যাবে, যার ফলে এর দাম কমে আসবে ২১,৩৭৪ টাকায়। এর অর্থ ব্যাঙ্ক অফার সহ মোট ৬,৬২৫ টাকা কমে নার্থিং ফোন (২এ) প্লাস কেনা যাবে।

READ MORE:  দারুন অফার, Redmi, Vivo, Oppo এর ২০০, ১০৮ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন ২০ হাজার টাকার মধ্যে

Nothing Phone (2a) Plus এর স্পেসিফিকেশন ও ফিচার

নার্থিং ফোন (২এ) প্লাস অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। এতে কর্নিং গরিলা গ্লাস ৫ সিকিউরিটির সহ ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। স্ক্রিনটি ১৩০০ নিট পিক ব্রাইটনেস এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর ৪এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ প্রো ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, এতে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে ১০এক্স ডিজিটাল জুম সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি স্যামসাং জিএন৯ সেন্সর উপস্থিত। এতে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সাপোর্ট করে। এছাড়াও, এতে ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ ক্যামেরা পাওয়া যাবে।

READ MORE:  Vivo X100 Discount: ১২ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ৫০ + ৫০ + ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার Vivo X100 কম দামে কেনার সুযোগ | Vivo X100 Price

সিকিউরিটির জন্য স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৫০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.