Nothing Phone 3a বাজারে আসতে বাকি নেই একমাসও, কেমন ফিচার্স থাকবে দেখে নিন
বর্তমানে যেসব স্মার্টফোনের নাম চর্চায় রয়েছে তার মধ্যে অন্যতম Nothing Phone (3a)। এই মিড-রেঞ্জ ফোন আগামী ৪ মার্চ ভারতের পাশাপাশি বিশ্ববাজারে মুক্তি পাচ্ছে। তার আগে সংযুক্ত আরব আমিরশাহীর TDRA সার্টিফিকেশন পেয়েছে এটি। যার অর্থ নাথিং এই দেশে ফোনটি বিক্রি করতে চলেছে।
TDRA লিস্টিং A059 মডেল নম্বরের সঙ্গে Nothing Phone 3a নামটি নিশ্চিত করেছে। সার্টিফিকেশন থেকে অন্য কোনও তথ্য সামনে না এলেও সম্প্রতি বিভিন্ন লিক ও টিজার থেকে নতুন নাথিং ফোনের ব্যাপারে অনেক তথ্য সামনে এসেছে। কোম্পানির প্রকাশ করা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি ডেডিকেটেড ক্যামেরা বোতাম বলে মনে হচ্ছে। এই ফিচার লেটেস্ট iPhone 16 সিরিজেও রয়েছে।
Nothing Phone 3a স্পেসিফিকেশন
নাথিং ফোন ৩এ একটি ৬.৮ ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারবে বলে আশা করা যায়। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে পারে যা মাল্টিটাস্কিং ও টুকটাক গেম খেলার জন্য ভাল পাফরফরম্যান্স দেবে। ব্যাটারি ক্যাপাসিটি হতে পারে ৫,০০০ এমএএইচ। এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করতে পারে।
নাথিং ফোন ৩এ মডেলটিতে সংস্থার ইতিহাসে প্রথম টেলিফটো লেন্স থাকতে দেখা যাবে। ব্যাক প্যানেলে ক্যামেরার সংখ্যা তিনটি হবে বলে শোনা যাচ্ছে। মেইন ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা। এছাড়া, সেলফি এবং ভিডিয়ো কল করার জন্য একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলতে পারে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.