Nothing Phone 3a সিরিজের পরেই CMF Phone 2 লঞ্চ হতে পারে, জল্পনা বাড়াল BIS
নাথিং বর্তমানে তাদের Nothing Phone 3a সিরিজ লঞ্চের তোড়জোড় করছে, যা মার্চের প্রথমেই মুক্তি পাচ্ছে। আবার এর মধ্যেই সংস্থার সাব-ব্র্যান্ড CMF এর একটি স্মার্টফোনকে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। এটি এন্ট্রি লেভেল CMF Phone 2 বলে অনুমান করা হচ্ছে। পূর্বসূরী CMF Phone 1 গত বছরের জুলাইতে প্রকাশ হয়েছিল। আপগ্রেড মডেলটি এই বছর তার আগেই লঞ্চ হতে পারে।
৯১মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, BIS ওয়েবসাইটে A001 মডেল নম্বর সহ CMF Phone 2 দেখা গিয়েছে। বলা বাহুল্য, সেখান থেকে কোনও স্পেসিফিকেশন সামনে আসেনি। শুধুমাত্র ভারতের বাজারে লঞ্চ হবে বলে নিশ্চিত করা গিয়েছে। CMF Phone 1 গত বছর ১৫,৯৯৯ টাকায় এসেছিল। তবে উত্তরসূরীর দাম সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।
কোম্পানি মুখ না খুললেও বিভিন্ন সূত্র স্মার্টফোনটি কোয়ালকমের Snapdragon 7s Gen 3 প্রসেসরে চলবে বলে ইঙ্গিত দিয়েছে। যদিও আমরা এই দাবির সত্যতা যাচাই করিনি। যদি খবর সত্যি হয়, CMF Phone 1 মডেলে ব্যবহৃত মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেটের তুলনায় CMG Phone 2 কিছুটা দ্রুত জিপিইউ এবং নতুন সিপিইউ আর্কিটেকচার অফার করতে পারে।
জানিয়ে রাখি, আগামী মাসে লঞ্চ হতে চলা আসন্ন Nothing Phone 3a সিরিজে Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, একটি ইউটিউব ভিডিয়োর কথোপকথনে, সিএমএফ ডিজাইনার লুসি বার্লি জানিয়েছিলেন, পরবর্তী নাথিং ফোনটি এপ্রিল মাসে বাজারে আসতে পারে। সেখানে CMF Phone 2 এর দিকে ইঙ্গিত করা হয়েছে বলে ইন্টারনেটে জল্পনা ছড়িয়েছিল।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
ভোডাফোন আইডিয়া ৫জি (Vi 5G) ব্যবহারকারীদের জন্য খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 4 ঘণ্টায় তৈরি হবে নতুন ত্বক! পুরোনো ক্ষত সারিয়ে সেখানে চামড়ার…
আধার কার্ড হল ভারতে সর্বাধিক ব্যবহৃত পরিচয় নথি। দেশের প্রায় ৯০ শতাংশ মানুষের আধার কার্ড…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর ২২ মে কলকাতা হাই কোর্ট রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি…
This website uses cookies.