Nothing Phone 3a বাজারে আসতে বাকি নেই একমাসও, কেমন ফিচার্স থাকবে দেখে নিন

বর্তমানে যেসব স্মার্টফোনের নাম চর্চায় রয়েছে তার মধ্যে অন্যতম Nothing Phone (3a)। এই মিড-রেঞ্জ ফোন আগামী ৪ মার্চ ভারতের পাশাপাশি বিশ্ববাজারে মুক্তি পাচ্ছে। তার আগে সংযুক্ত আরব আমিরশাহীর TDRA সার্টিফিকেশন পেয়েছে এটি। যার অর্থ নাথিং এই দেশে ফোনটি বিক্রি করতে চলেছে।

TDRA লিস্টিং A059 মডেল নম্বরের সঙ্গে Nothing Phone 3a নামটি নিশ্চিত করেছে। সার্টিফিকেশন থেকে অন্য কোনও তথ্য সামনে না এলেও সম্প্রতি বিভিন্ন লিক ও টিজার থেকে নতুন নাথিং ফোনের ব্যাপারে অনেক তথ্য সামনে এসেছে। কোম্পানির প্রকাশ করা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি ডেডিকেটেড ক্যামেরা বোতাম বলে মনে হচ্ছে। এই ফিচার লেটেস্ট iPhone 16 সিরিজেও রয়েছে।

READ MORE:  সবচেয়ে সস্তায় কেনা যাবে Nothing Phone 3a সিরিজ, ফ্লিপকার্ট দিচ্ছে গ্যারান্টেড ভ্যালু অফার | Nothing Phone 3a Guaranteed Exchange Value Offer

Nothing Phone 3a স্পেসিফিকেশন

নাথিং ফোন ৩এ একটি ৬.৮ ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারবে বলে আশা করা যায়। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে পারে যা মাল্টিটাস্কিং ও টুকটাক গেম খেলার জন্য ভাল পাফরফরম্যান্স দেবে। ব্যাটারি ক্যাপাসিটি হতে পারে ৫,০০০ এমএএইচ। এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করতে পারে।

READ MORE:  Nothing Phone 3a Pro Price: অবশেষে ফাঁস হল Nothing Phone (3a) সিরিজের দাম, মঙ্গলবারে লঞ্চ হবে দেশে | Nothing Phone 3a Launch Date March 4

নাথিং ফোন ৩এ মডেলটিতে সংস্থার ইতিহাসে প্রথম টেলিফটো লেন্স থাকতে দেখা যাবে। ব্যাক প্যানেলে ক্যামেরার সংখ্যা তিনটি হবে বলে শোনা যাচ্ছে। মেইন ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা। এছাড়া, সেলফি এবং ভিডিয়ো কল করার জন্য একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  iPhone 13 Discount: অ্যান্ড্রয়েডের দামে আইফোন, ১৯ হাজার টাকা ডিসকাউন্টে iPhone 13, ধামাকা অফার | Iphone 13 under rs 20000 in Amazon
Scroll to Top