Nothing Phone 3a লঞ্চ হচ্ছে 4 মার্চ? বড় ইঙ্গিত দিল ফ্লিপকার্ট

লন্ডন ভিত্তিক টেক ব্র্যান্ড Nothing গতকাল তাদের নতুন স্মার্টফোন লঞ্চের জন্য একটি ইভেন্টের ঘোষণা করেছে। এটি একটি গ্লোবাল লঞ্চ ইভেন্ট হতে চলেছে। অর্থাৎ সেখানে উন্মোচিত মডেলটি ভারতেও আসবে। সংস্থা কর্তৃক প্রকাশিত টিজারে শুধু নতুন ডিজাইনের একটি ক্যামেরা মডিউলকে দেখানো হয়েছে। যার মধ্যে তিনটি সেন্সর রয়েছে বলে মনে করা হচ্ছে। মডেলটি Nothing Phone 3 নাকি Phone 3a হবে, সেটা এখনও নিশ্চিত করা হয়নি। তবে, এক রিপোর্ট ইঙ্গিত করছে, নতুন মডেলটি Nothing Phone 3a হওয়ার সম্ভাবনাই বেশি।

READ MORE:  চোখ ধাঁধানো স্মার্টফোন আনছে শাওমি, স্যামসাং এবং নাথিং

ঘটনাচক্রে ফ্লিপকার্টের দুটি ভিন্ন ল্যান্ডিং পেজের ইউআরএলে ‘Nothing Phone 3a’ নামটি উল্লেখ ছিল। কিন্তু ভাইরাল হওয়ার আগে দুটো লিঙ্কই এখন ব্রোকেন দেখাচ্ছে। ফলে ৪ মার্চ অনুষ্ঠিত লঞ্চ ইভেন্টে Nothing Phone 3 লঞ্চ হচ্ছে না বলে ধরে নেওয়া যায়। অনুমান, এটি লঞ্চের জন্য একটি ইভেন্ট পেজ হিসাবে পরিবেশন করার উদ্দেশ্য ছিল। কিন্তু আগে মার্কেটিং নাম প্রকাশ না করার লক্ষ্যেই লিঙ্কটি ভাঙা হয়েছে।

READ MORE:  দূরের ছবি উঠবে স্পষ্ট, ফাটাফাটি ক্যামেরা পাওয়া যাবে Nothing Phone 3a সিরিজে

বর্তমানে নাথিং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের ইভেন্ট পেজটি ফ্লিপকার্টে রি-ডাইরেক্ট করছে ও এটি “নাথিং আর্কানিন_ওয়েবসাইট” উল্লেখ করছে। প্রসঙ্গত, প্রথমে ফায়ার-টাইপ পোকেমন ‘আরকানাইন’ এর পিক্সেলেট চিত্রের সাথে নতুন স্মার্টফোন টিজ করেছিল সংস্থ। তবে সবকিছুই এখন অনুমান এবং নিশ্চিত খবর পাওয়ার জন্য সংস্থার ঘোষণার অপেক্ষা করতে হবে।

Nothing Phone (3a) সিরিজে একটি Plus মডেল থাকবে বলেও জল্পনা শোনা যাচ্ছে। ফোন দুটি Snapdragon 7s Gen 3 প্রসেসর সহ আসতে পারে। Nothing Phone (3a) টেলিফটো ক্যামেরা এবং Phone (3a) Plus প্রথমবারের মতো পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করতে পারে। উভয় ফোনেই ডুয়াল ন্যানো-সিম বা ইসিম + ন্যানো-সিম সাপোর্ট মিলবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  কম দামে আকর্ষণীয় ফিচার, লঞ্চ হল Samsung Galaxy A56, Galaxy A36 এবং Galaxy A26
Scroll to Top