লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Nothing Phone 3a সিরিজের পরেই CMF Phone 2 লঞ্চ হতে পারে, জল্পনা বাড়াল BIS

Published on:

নাথিং বর্তমানে তাদের Nothing Phone 3a সিরিজ লঞ্চের তোড়জোড় করছে, যা মার্চের প্রথমেই মুক্তি পাচ্ছে। আবার এর মধ্যেই সংস্থার সাব-ব্র্যান্ড CMF এর একটি স্মার্টফোনকে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। এটি এন্ট্রি লেভেল CMF Phone 2 বলে অনুমান করা হচ্ছে। পূর্বসূরী CMF Phone 1 গত বছরের জুলাইতে প্রকাশ হয়েছিল। আপগ্রেড মডেলটি এই বছর তার আগেই লঞ্চ হতে পারে।

READ MORE:  iPhone 17 Air Price: থাকবে না কোনো সিম ট্রে বা চার্জিং পোর্ট, সবচেয়ে পাতলা iPhone 17 Air এর দাম কত রাখা হবে | iPhone 17 Air SIM Tray Free Smartphone

CMF Phone 2 দেখা গেল ভারতের BIS প্ল্যাটফর্মে

৯১মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, BIS ওয়েবসাইটে A001 মডেল নম্বর সহ CMF Phone 2 দেখা গিয়েছে। বলা বাহুল্য, সেখান থেকে কোনও স্পেসিফিকেশন সামনে আসেনি। শুধুমাত্র ভারতের বাজারে লঞ্চ হবে বলে নিশ্চিত করা গিয়েছে। CMF Phone 1 গত বছর ১৫,৯৯৯ টাকায় এসেছিল। তবে উত্তরসূরীর দাম সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।

READ MORE:  Nothing CMF Phone 2 Camera: CMF Phone 2 লঞ্চের আগে পেল BIS সার্টিফিকেশন থেকে ছাড়পত্র, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা | Nothing CMF Phone 2 Spotted Bis India Launch

CMF Phone 2 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

কোম্পানি মুখ না খুললেও বিভিন্ন সূত্র স্মার্টফোনটি কোয়ালকমের Snapdragon 7s Gen 3 প্রসেসরে চলবে বলে ইঙ্গিত দিয়েছে। যদিও আমরা এই দাবির সত্যতা যাচাই করিনি। যদি খবর সত্যি হয়, CMF Phone 1 মডেলে ব্যবহৃত মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেটের তুলনায় CMG Phone 2 কিছুটা দ্রুত জিপিইউ এবং নতুন সিপিইউ আর্কিটেকচার অফার করতে পারে।

READ MORE:  ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Oppo F27 5G অনেক সস্তায় নিজের করুন, রয়েছে দুর্দান্ত রিয়ার ক্যামেরাও

জানিয়ে রাখি, আগামী মাসে লঞ্চ হতে চলা আসন্ন Nothing Phone 3a সিরিজে Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, একটি ইউটিউব ভিডিয়োর কথোপকথনে, সিএমএফ ডিজাইনার লুসি বার্লি জানিয়েছিলেন, পরবর্তী নাথিং ফোনটি এপ্রিল মাসে বাজারে আসতে পারে। সেখানে CMF Phone 2 এর দিকে ইঙ্গিত করা হয়েছে বলে ইন্টারনেটে জল্পনা ছড়িয়েছিল।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.