Nothing Phone 3a Price: প্রথম সেলে অবিশ্বাস্য দামে Nothing Phone 3a, ২০ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা | 50 Megapixel Smartphone Under 20000

Nothing সম্প্রতি ভারতে 3A সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে দুটি ফোন এসেছে – Nothing Phone 3a এবং Phone 3a Pro। দুটি ডিভাইসই আজ ১১ মার্চ, ফ্লিপকার্টে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। প্রথম সেলে নাথিং ফোন ২এ এর দামে ফোন ৩এ কেনা যাবে। তাই আপনিও যদি Nothing Phone 3a কিনতে চান, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। ফ্লিপকার্টের শেয়ার করা পোস্টার অনুসারে এই অফারটি ১ দিনের জন্য পাওয়া যাবে।

Nothing Phone 3a সিরিজের প্রথম সেলে থাকছে আকর্ষণীয় অফার

নার্থিং ফোন ৩এ এর বেস ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। আর ক্রেতারা এইচডিএফসি ব্যাংক, আইডিএফসি ব্যাংক এবং ওয়ানকার্ড ব্যাংক কার্ডের সাথে ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে, যার ফলে স্মার্টফোনের দাম ২২,৯৯৯ টাকায় এবং ২৪,৯৯৯ টাকায় নেমে আসবে। তবে ফ্লিপকার্ট একটি বিশেষ কুপন অফার করছে যেখানে ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ ডিভাইসটি ৫,০০০ টাকা ছাড়ে কেনা যাবে।

READ MORE:  Redmi 13 5G Offer: ভ্যালেন্টাইনস ডে সেলে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোন বিরাট সস্তায়, সীমিত সময়ের অফার | Redmi 13 5G 108 Megapixel Camera

গ্যারান্টেড এক্সচেঞ্জ ভ্যালু অফার

শুধু তাই নয়, ফ্লিপকার্ট নার্থিং ফোন ৩এ এর প্রথম সেলের দিনে গ্যারান্টেড এক্সচেঞ্জ ভ্যালুও প্রোগ্রামের ঘোষণা করেছে। ফ্লিপকার্টের এই প্রোগ্রামটি ২০২১ সালে বা তার পরে আসা ওয়ানপ্লাস, স্যামসাং এবং নাথিং ফোনের সাথে পাওয়া যাবে। এই প্রোগ্রামে হ্যান্ডসেট এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন ক্রেতারা।

Nothing Phone 3a এর ফিচার ও স্পেসিফিকেশন

Nothing Phone 3a ফোনে আছে ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের ৬.৭৭-ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। এতে পান্ডা গ্লাস এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৪ রেটিং উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ভার্চুয়াল র‌্যাম সাপোর্টের মাধ্যমে মোট র‌্যাম ২০ জিবি হবে।

READ MORE:  Nothing Phone 3a Pro Launched: বাজার কাঁপিয়ে লঞ্চ হল Nothing Phone 3a সিরিজ, ডিজাইন ও ফিচার্সে অন্যদের টেক্কা! | Nothing Phone 3a Pro Price in India

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে রয়েছে ওআইএস এবং ইআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২এক্স অপটিক্যাল জুম সহ ৫০ টেলিফোটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

READ MORE:  Xiaomi Holi Sale Offer: হোলি উপলক্ষে দারুন অফার, ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi স্মার্টফোনে ফাটাফাটি ছাড় দিচ্ছে Xiaomi | 200 Megapixel Smartphone

Scroll to Top